বছর ৭৫ এর বৃদ্ধা মাকে আত্মীয়র বাড়ি নিয়ে যাওয়ার নাম করে স্টেশনে ফেলে গেল ছেলে। সোমবার সকাল থেকে বিকেল প্ল্যাটফর্মেই ছেলের অপেক্ষায় এক কোণে বসে রইল বৃদ্ধা । বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল কেউ এলো না । ততক্ষণে বৃদ্ধার কাছ থেকে তার কথা শুনেছেন আশেপাশের দোকানদারেরা তারাই বৃদ্ধাকে স্টেশনে খেতে দেন।
পরে রাতে খবর দেওয়া হয় হাবড়া পুরসভায় পুর প্রধান কয়েকজন কর্মীকে নিয়ে বৃদ্ধাকে পুরসভার হোমে আপাতত নিয়ে গিয়েছেন। বৃদ্ধা বলেন তার নাম সরযু মন্ডল ,থাকেন বেহালার ঠাকুরপুকুর এলাকার একটি বাড়াবাড়িতে। সেখান থেকেই ছেলে কৃষ্ণ মন্ডল সোমবার সকালে হাবড়া স্টেশনে নিয়ে আসেন। তারপরে তাকে বসতে বলে আর ফিরে আসেননি। বৃদ্ধা তার পরিচয় আর অন্য কিছু মনে করে বলতে পারছেন না। তবে তার বউমা তাকে নির্যাতন করত এ কথা বারবার বলছেন অসহায় এই বৃদ্ধা মা ।
আরও পড়ুন – পাহাড়ের ইতিহাস তুলে ধরে আক্ষেপ প্রকাশ মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, বছর ৭৫ এর বৃদ্ধা মাকে আত্মীয়র বাড়ি নিয়ে যাওয়ার নাম করে স্টেশনে ফেলে গেল ছেলে। সোমবার সকাল থেকে বিকেল প্ল্যাটফর্মেই ছেলের অপেক্ষায় এক কোণে বসে রইল বৃদ্ধা । বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল কেউ এলো না । ততক্ষণে বৃদ্ধার কাছ থেকে তার কথা শুনেছেন আশেপাশের দোকানদারেরা তারাই বৃদ্ধাকে স্টেশনে খেতে দেন। পরে রাতে খবর দেওয়া হয় হাবড়া পুরসভায় পুর প্রধান কয়েকজন কর্মীকে নিয়ে বৃদ্ধাকে পুরসভার হোমে আপাতত নিয়ে গিয়েছেন।
বৃদ্ধা বলেন তার নাম সরযু মন্ডল ,থাকেন বেহালার ঠাকুরপুকুর এলাকার একটি বাড়াবাড়িতে। সেখান থেকেই ছেলে কৃষ্ণ মন্ডল সোমবার সকালে হাবড়া স্টেশনে নিয়ে আসেন। তারপরে তাকে বসতে বলে আর ফিরে আসেননি। বৃদ্ধা তার পরিচয় আর অন্য কিছু মনে করে বলতে পারছেন না। তবে তার বউমা তাকে নির্যাতন করত এ কথা বারবার বলছেন অসহায় এই বৃদ্ধা মা ।