আইনজীবীদের কর্মবিরতি ফলে সমস্যায় আসামিরা । একাধিক দাবি জানিয়ে বারাসত আদালত বন্ধ রয়েছে গত ৬ তারিখ,বারাসত আদালতে আসা আসামিদের আত্মীয়রা তাদের সমস্যা কথা জানালেন। গত ৬ তারিখ থেকে আগামী ২১ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে আদালতে সবরকম কাজকর্ম। আইনজীবীরা আদালতের পরিকাঠামো সহ একাধিক ইস্যু নিয়ে এই কর্মবিরতির ডাক দেয়।তাদের দাবি না মানা হলে এই কর্মবিরতি আরও বাড়তে পারে বলে দাবি।
অন্যদিকে এই কর্মবিরতি ফলে আসামিরা পরেছে সমস্যায়। দূরদুরান্ত থেকে আসামিদের সাথে দেখা করতে এসেছে তাদের পরিবার কিন্তু আদালত বন্ধ থাকার কারণে তাদেত পরিবারের সাথে দেখা করতে পারছে না,গাড়ি থেকে আসামিদের নামানো হচ্ছে না,ঘন্টার পর ঘন্টা আদালত চত্বরে দাঁড়িয়ে থাকার পর আবার তাদেত ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জেলে,ফলে যাদের বেলের আবেদন জানানো হয়েছে তাদের বেল আরও পিছিয়ে যাচ্ছে।
আরও পড়ুন – পাহাড়ের ইতিহাস তুলে ধরে আক্ষেপ প্রকাশ মুখ্যমন্ত্রীর
আদালতের আইনজীবীরা কর্মবিরতি করছে সেই খবর জেলের কাছে পৌছায়নি,সেই কারণে আসামী দের নিয়ে নিয়ে আসা হচ্ছে আদালতে,যা আসামিদের পক্ষে যথেষ্ট সমস্যা একই সাতে জেল প্রশাসন বা অন্যান্য থানা থেকে আসা পুলিশ প্রশাসনের কাছেও সমস্যা। এই বিষয়ে আদালত থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি।আসামিদের যা সমস্যাই হোক আপাতত বারাসত আদালত ২১ শে জুলাই পর্যন্ত কর্ম বিরতি চলবে এটাই চুরান্ত সিদ্ধান্ত আইনজীবীদের।
উল্লেখ্য, আইনজীবীদের কর্মবিরতি ফলে সমস্যায় আসামিরা । একাধিক দাবি জানিয়ে বারাসত আদালত বন্ধ রয়েছে গত ৬ তারিখ,বারাসত আদালতে আসা আসামিদের আত্মীয়রা তাদের সমস্যা কথা জানালেন। গত ৬ তারিখ থেকে আগামী ২১ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে আদালতে সবরকম কাজকর্ম। আইনজীবীরা আদালতের পরিকাঠামো সহ একাধিক ইস্যু নিয়ে এই কর্মবিরতির ডাক দেয়।তাদের দাবি না মানা হলে এই কর্মবিরতি আরও বাড়তে পারে বলে দাবি।
অন্যদিকে এই কর্মবিরতি ফলে আসামিরা পরেছে সমস্যায়। দূরদুরান্ত থেকে আসামিদের সাথে দেখা করতে এসেছে তাদের পরিবার কিন্তু আদালত বন্ধ থাকার কারণে তাদেত পরিবারের সাথে দেখা করতে পারছে না,গাড়ি থেকে আসামিদের নামানো হচ্ছে না,ঘন্টার পর ঘন্টা আদালত চত্বরে দাঁড়িয়ে থাকার পর আবার তাদেত ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জেলে,ফলে যাদের বেলের আবেদন জানানো হয়েছে তাদের বেল আরও পিছিয়ে যাচ্ছে।