ভাটপাড়ায় ফের ৩৫ টি তাজা বোমা উদ্ধার। একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে ভাটপাড়া পৌরাঞ্চলে। বুধবার দুপুরে ভাটপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তিন নম্বর গোলি থেকে প্রায় ৩৫ টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। প্রসঙ্গত,গত ৯ জুলাই নয়াবাজার এলাকার তিন নম্বর গোলির একটি নির্মীয়মান আবাসনের সিঁড়ির নিচে মজুত রাখা প্রায় ৫০ টি তাজা বোমা উদ্ধার করেছিল সিআইডি-র বোম স্কোয়াড।
এদিন গোপন সুত্রে খবর পেয়ে বেলা দেড়টা নাগাদ সিআইডির বোম স্কোয়াডের একটি দল ৮ নম্বর ওয়ার্ডের তিন নম্বর গোলিতে ফের তল্লাশি অভিযান চালায়। তল্লাশি চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন ভাটপাড়া থানার আই সি অনুপম মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা। এরপর সিআইডির বোম স্কোয়াডের সদস্যরা ওই এলাকার দুটি বাড়ির মাঝে শরু গোলির ভেতর থেকে বোমাগুলি উদ্ধার করে বন্ধ কাঁকিনাড়ার পেপার মিলের ভেতর গঙ্গার ধারে নিয়ে যায়। সেখানেই বোমাগুলো নিস্ক্রিয় করা হয়।
কে বা কারা কি উদ্যেশ্যে ফের ওই স্থানে ফের বোমা মজুত করে রেখেছিল তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। এদিকে ফের তিন নম্বর গোলি থেকে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি,বারুদের স্তুপের দাঁড়িয়ে তিন নম্বর গোলি। মজুত থাকা বোমা উদ্ধারে পুলিশের আরও সক্রিয় হওয়া দরকার। এপ্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা দিনেশ সাউ বলেন,শুনেছি ঘরের কাছেই প্রচুর বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনায় আমারা মহল্লাবাসিরা রিতিমত আতঙ্কে রয়েছি।
আরও পড়ুন – পাহাড়ের ইতিহাস তুলে ধরে আক্ষেপ প্রকাশ মুখ্যমন্ত্রীর
তার দাবি,এলাকার অনেক শিশু এখানে সবসময়ই খেলাধুলা করে। যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতেই পারে। দিন আনা,দিন খাওয়া মানুষ হিসেবে প্রশাসনের কাছে আমাদের দাবি এলাকায় শান্তি বজায় থাকুক। এপ্রসঙ্গে সাংসদ আর্জুন সিং বলেন,কয়েকদিন আগেও পুলিশ তিন নম্বর গোলি থেকে প্রচুর বোমা উদ্ধার করেছিল। আজও এতগুলো বোমা উদ্ধার হল। এর থেকেই প্রমান হচ্ছে পুলিশ প্রশাসন সক্রিয় আছে।