২৪ ঘন্টার মধ্যেই দোমহনী বাজার পরিদর্শনে এলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন। অভিষেকের ধমক খাওয়ার পর , ২৪ ঘন্টার মধ্যেই বুধবার দোমহনী বাজার পরিদর্শনে এলেন, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন সহ ময়নাগুড়ি ব্লক প্রশাসন। এদিন তিনি সেখানে আসেন স্থানীয় ব্যবসায়ী এবং এলাকাবাসীর কাছ থেকে অভাব অভিযোগ শুনেন। উল্লেখ্য গত মঙ্গলবার ধুপগুড়িতে কর্মীসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভায় যোগদানের আগেই ময়নাগুড়ি দোমহনী বাজার পরিদর্শন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় বাজারের বেহাল অবস্থা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনাস্থল থেকেই ফোন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মনকে। এরপরেই বুধবার বাজার পরিদর্শনে এলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন সহ ময়নাগুড়ি ব্লক প্রশাসন। এদিন জেলা পরিষদ সভাধিপতি উত্তরা বর্মনের পাশাপশি উপস্থিত ছিলেন ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী, পঞ্চায়েত সমিতির সভপতি শিবম রায় বসুনিয়া, ময়নাগুড়ি ১ নং ব্লক সভাপতি তথা ময়নাগুড়ি পৌরসভার ভাইস চে়ারম্যান মনোজ রায় সহ প্রমুখ।
আরও পড়ুন – পাহাড়ের ইতিহাস তুলে ধরে আক্ষেপ প্রকাশ মুখ্যমন্ত্রীর
এদিনের এই পরিদর্শন প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা ইকবাল মোহাম্মদ বলেন,”কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আশাতে জেলা পরিষদ চাপে পড়ে গেছে। এতদিন কাজ হচ্ছিল না এখন কাজ হবে বুঝতে পারছি।”এই বিষয়ে জেলা পরিষদ সভাধিপতি উত্তরা বর্মন বলেন,”অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন। তাই আমরা আজ পরিদর্শনে এসেছি। এই বাজারে কি কি খামতি রয়েছে সেই বিষয়গুলো দেখে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে কাজ করানো হবে। তবে এই বাজারের সমস্যা নিয়ে কোনো রকম লিখিত জমা পড়েনি আমার কাছে।