মায়ের সাথে মোবাইল ঘাটা নিয়ে বচসা তারপরেই বন্ধুদের নিয়ে পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল কিশোর এলাকায় শোকের ছায়া। নিউটন থানা অন্তর্গত সুলংগুরী পুলিশ ক্যাম্প বড় পুকুরে বন্ধুদের নিয়ে স্নান করতে যায় ১৬ বছর বয়সী কিশোর কুশল মন্ডল। শুলংগুড়ি বড় পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ওই কিশোর তার বন্ধুরা পুকুর থেকে স্নান করে উঠলেও সেই কিশোর আর ওঠেনি এমনটাই জানাচ্ছে ওই কিশোরের বন্ধুরা।
মৃত কিশোরের মা জানান সকালবেলা মোবাইল ফোন ঘাঁটা নিয়ে বচসা হয়েছিল তারপর তিনি পরিচারিকা কাজে চলে যান । দুপুর দুটোর সময় তিনি খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। খবর দেয়া হয় নিউটন থানা ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ এসে ডুবুরী দিয়ে তল্লাশি চালান এবং মৃত দেহ উদ্ধার হয় দেহটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য বিধাননগর মহাকুমা হাসপাতালে পাঠানো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া কি করে তলিয়ে গেল ওই কিশোর তদন্ত করে দেখে নিউটন থানার পুলিশ।
আরও পড়ুন – অভিষেক কে কাছে পেয়ে নিজের সমস্যার কথা জানালেন স্নেহাশীষ সাহা
উল্লেখ্য, নিউটন থানা অন্তর্গত সুলংগুরী পুলিশ ক্যাম্প বড় পুকুরে বন্ধুদের নিয়ে স্নান করতে যায় ১৬ বছর বয়সী কিশোর কুশল মন্ডল। শুলংগুড়ি বড় পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ওই কিশোর তার বন্ধুরা পুকুর থেকে স্নান করে উঠলেও সেই কিশোর আর ওঠেনি এমনটাই জানাচ্ছে ওই কিশোরের বন্ধুরা। মৃত কিশোরের মা জানান সকালবেলা মোবাইল ফোন ঘাঁটা নিয়ে বচসা হয়েছিল তারপর তিনি পরিচারিকা কাজে চলে যান ।
দুপুর দুটোর সময় তিনি খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। খবর দেয়া হয় নিউটন থানা ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ এসে ডুবুরী দিয়ে তল্লাশি চালান এবং মৃত দেহ উদ্ধার হয় দেহটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য বিধাননগর মহাকুমা হাসপাতালে পাঠানো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া কি করে তলিয়ে গেল ওই কিশোর তদন্ত করে দেখে নিউটন থানার পুলিশ। মায়ের সাথে