রেশন সামগ্রী কম দেবার অভিযোগের পাশাপাশি এই অনলাইন চালু থাকা সত্বেও রেশন দোকান থেকে সঠিক কার্ড ধারি ব্যাক্তিরাই রেশন সামগ্রী পাচ্ছে না ভুয়ো কার্ডে তা রেশন দোকানদার নিজেই তুলে নিচ্ছে বলে স্থানিও এক রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ তুলে সুবিচার চাইতে জেলা শাসকের দ্বারস্থ হলো দক্ষিন দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের ৭ নং গ্রাম পঞ্চায়েতের উপভোক্তারা।
স্থানিও ওই উপভোকতাদের অভিযোগ তাদের স্থানিও রেশন ডিলার কমল কুমার সরকারের বিরুদ্ধে এই সব একগুচ্ছ দুর্নীতির অভিযোগ তুলে স্থানিও ব্লক প্রশাসন ও খাদ্য দফতরে অভিযোগ জানিয়েও কোন সুরাহা তো তারা পাননি।উলটে ওই রেশন ডিলার তাদের এই বলে হুমকি দেয় যে প্রশাসন ও খাদ্য দফতরের লোকজন তার নিজের চেনা জানা তাই কিছুই হবে না। এরপরেই ক্ষুদ্ধ গ্রামবাসি উপভোক্তারা আজ দক্ষিন দিনাজপুর জেলা শাসকের দ্বারস্থ হয়ে জেলার কুশমন্ডি ব্লকের ৭ নং গ্রাম পঞ্চায়েতের কমল কুমার সরকার নামে ওই রেশন ডিলারের বিরুদ্ধে রেশন সামগ্রী কম দেবার অভিযোগের পাশাপাশি ওই রেশন ডিলারের কাছে এই অনলাইন চালুর মধ্যেও ভুয়ো রেশন কার্ড রয়েছে বলে লিখিত অভিযোগ জানান।।
আরও পড়ুন – অভিষেক কে কাছে পেয়ে নিজের সমস্যার কথা জানালেন স্নেহাশীষ সাহা
স্থানিও উপভোক্তাদের আরো অভিযোগ তারা হাতের আংগুলের ছাপ দিয়ে রেশন সামগ্রী পেলেও তাদের কোন স্লিপ দেওয়া হয় না। ফলে সঠিক পরিমাপে রেশন সামগ্রী পাচ্ছেন কিনা তার সঠিক ভাবে জানতে পারছেন না এই স্থানিও উপভোক্তারা। এদিকে যে রেশন ডিলারের বিরুদ্ধে এই অভিযোগ সেই কমল কুমার সরকারের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদফহে ওঠা সব অভিযোগ অস্বিকার করেছেন এখন দেখার উপভোক্তাদের জমা দেওয়া ওই রেশন ডিলারের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগের জেলা শাসক কি পদক্ষেপ গ্রহন করেন।