বিধায়ক ও জেলা পরিষদের হাতের খাবার খেয়ে একুশের পথ চলা । বসিরহাটের এক নম্বর ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতের শশীনা বাজারে একুশে জুলাই প্রস্তুতি সভায় আয়োজন করা হয়েছিল। আর সেখানে প্রায় ৩০০০,হাজার মানুষকে খিচুড়ি ও আলুর দমের ভুরিভোজ আয়োজন করা হয়েছিল। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সাহানুর মন্ডলের উদ্যোগে এই সভা।,
হাজির ছিলেন বসিরহাটের দক্ষিণের তৃণমূলের বিধায়ক চিকিৎসক সপ্তসি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটি ইউসির সভাপতি কৌশিক দত্ত, অঞ্চল সভাপতি ওহিদুল সাহাজি ও বিট্টু কর্মকার, বিশিষ্ট আইনজীবী অরিন্দম গোলদার সহ নেতৃত্ব। এদিন একুশে সারমর্ম নেতাকর্মীর সমর্থকদের জানাচ্ছিলেন। সেই প্রস্তুতি সভায় বিজেপি সিপিএম কংগ্রেস থেকে প্রায় কুড়িটা পরিবার তৃণমূলের প্রস্তুতী সবায় এসে যোগদান করেন। পাশাপাশি এখানে খাবার আয়োজন করা হয়েছিল।
সেখানে পাতপেতে খিচুড়ি ও আলুর দম খান। বিজেপি কর্মী গোপাল মন্ডল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ উন্নয়নে অনুপ্রাণিত হয়ে আমরা এই দলে যোগদান করেছি। পাশাপাশি আজকের এই সব দল একসঙ্গে মিলে সম্প্রীতির বাতাবরণ তৈরি হল। বিধায়ক সপ্তর্ষি বন্দোপাধ্যায় জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল নিজে হাতে বিরোধীদলের কর্মী সমর্থকদের খাবার পরিবেশন করে খাওয়ালেন। আগামী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত বসিরহাট ১ নম্বর ব্লকের ৭,টা গ্রাম পঞ্চায়েতে নিয়ম করে তাদের খাওয়ানো হবে।
আরও পড়ুন – অত্যাধিক গরমের কারণে আলিপুরদুয়ারের প্রাথমিক বিদ্যালয় গুলি সকালে করার দাবি
পাশাপাশি বলেন আমরা জাতপাত ঊর্ধ্বে গিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা অনুপ্রাণিত এখানে সব ধরনের মানুষ যেমন আছেন ।তেমন বিরোধীদল থেকে বহু পরিবারের সদস্যরা এখানে এসেছেন সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে । আগামী দিন মানুষ উন্নয়নের শরিক হয়ে তৃণমূল দলকে বেছে নিয়েছে,। যত দিন যাচ্ছে বিরোধীরা দুর্বল হচ্ছে আজকের এই প্রস্তুতি সভার মধ্যে আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন তৃণমূল নেতৃত্ব