পঞ্চায়েত ভোটকে সামনে রেখে দুই কেপিপির সমর্থকদের মহা মিছিল। কিছু দিন পড়েই রাজ্যের পঞ্চায়েত ভোট , আর এই পঞ্চায়েত ভোট কে সামনে রেখে দুই কেপিপি মহা জোট হয়ে ,পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করল, রবিবার ৪টার সময় ময়নাগুড়ি ব্লকের রামসাই অঞ্চলে গোটা অঞ্চল জুড়ে কয়েকশ বাইক নিয়ে একটি মিছিল বের হয়।
আদতে কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড ও প্রগ্রেসিভ পার্টির মুল দাবী একই হলেও মতবিরোধ এর জন্য আলাদা হয়েছে, কিন্তু আসন্ন পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে নিচু তলার কর্মিরা এক হয়ে আজকে মহা মিছিল করল।
প্রসঙ্গত উল্লেখ করা যায় যে ময়নাগুড়ি ব্লকের রামসাই অঞ্চলে বরাবর কেপিপির একটা প্রভাব লক্ষ্য করা যায়
বেশ কয়েক বার কেপিপির সমর্থনে প্রধান ও গঠন হয়েছিল কিন্তু পরবর্তীতে মুল কেপিপি ভেঙে দু টুকরো হলে সাধারণ কর্মি সমর্থক রা ভাগ হয়ে যায়, তবুও রামসাই অঞ্চলে এখনো কেপিপি পঞ্চায়েত আছে। তাই এবার পঞ্চায়েত ভোটে যাতে ভালো ফল হয় সেই লক্ষ সামনে রেখে দুই দলের অঞ্চল কর্মিরা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মান্যতা না দিয়ে নিজেদের থেকে অথাৎ দুই অঞ্চল কমিটি এক হয়ে আইসা পঞ্চায়েত নির্বাচনে একসাথে লড়াই করা মহড়া শুরু করলেন।।
আরও পড়ুন – দমকল, পশুপ্রেমী সংগঠন,এবং স্থানীয়দের দুঘন্টার চেষ্টায় সফল অপারেশন ” বুল ”
এই বিষয়ে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির অঞ্চল নেতা বাবলু রায় বলেন, যে কেন্দ্রীয় নেতৃত্ব কি করে করুক অঞ্চলে আমরা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এক সাথে লড়াই করবো বলে আজকে শপথ গ্রহণ করলাম, যদিও আমাদের মুল দাবী পৃথক রাজ্য এবং কামতাপুরী ভাষা কে অষ্টম তপশিল অন্তর্ভুক্ত করার আন্দোলন চলতে থাকবে। এই বিষয়ে কামতাপুর পিপলস পার্টি সভাপতি কে ফোন করলে ফোন ধরেননি।। কেপিপির সমর্থক ভূষন রায় বলেন যে কেন্দ্রীয় কমিটির কি করে করুক হামরা রামসাই অঞ্চল আসন্ন পঞ্চায়েত ভোটে একসাথে লড়ব আমাদের লড়াই দেখে কেন্দ্রীয় কমিটি শিক্ষা নেয় আর যদি একটা দল নিয়ে আন্দোলন হয় খুব ভাল হবে, কে এস ও সভাপতি সঞ্জয় রায় বলেন সমর্থক রা যদি এক হয়ে মিছিল করে তাতে আমরা স্বাগত জানাই। পঞ্চায়েত ভোটকে