আবার বড়োসড়ো সাফল্য বেলাকবা রেঞ্জের, কাচের বোতলের পর সিমেন্টের আড়ালে আসাম থেকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল চোরাই সেগুন কাঠ, প্রায় কুরি লক্ষ টাকার কাঠ উদ্ধার, একটি ১৪ চাকা লরি আটক করা হয়, গ্রেপ্তার এক, বৈকন্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের কাছে খবর ছিল কিছু বার্মাটিক কাঠ আসাম থেকে কোলকাতা পাচার হবে,
সেই খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোরে করোতোয়া 31 নং জাতীয় সড়কে ওত পেতে ছিল, সেই সময় একটি সিমেন্ট বোঝাই ১৪ চাকা একটি লরি কে দার করিয়ে তল্লাসি করতেই বেরিয়ে আসে চোরাই কাঠ, সাথে সাথে লরিতে থাকা এক জন কে গ্রেপ্তার করা হয়, তার নাম আসারুল মোহাম্মদ, বাড়ি উত্তর প্রদেশ, আসারুল কে জেরা করে জানা গেছে আসাম থেকে কোলকাতা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠ গুলো, বন দপ্তর সূত্রে জানা যায় যে ট্রাকে আনুমানিক কুড়ি লক্ষ টাকা বার্মাটিক কাঠ ছিল, আসারুল কে কাল কোর্টে তোলা হবে,
আরও পড়ুন – ম্যানগ্রোভ রক্ষা করতে সুন্দরবনের নদীর পাড়ে জালের বেড়া
উল্লেখ্য, আবার বড়োসড়ো সাফল্য বেলাকবা রেঞ্জের, কাচের বোতলের পর সিমেন্টের আড়ালে আসাম থেকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল চোরাই সেগুন কাঠ, প্রায় কুরি লক্ষ টাকার কাঠ উদ্ধার, একটি ১৪ চাকা লরি আটক করা হয়, গ্রেপ্তার এক, বৈকন্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের কাছে খবর ছিল কিছু বার্মাটিক কাঠ আসাম থেকে কোলকাতা পাচার হবে, সেই খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোরে করোতোয়া 31 নং জাতীয় সড়কে ওত পেতে ছিল,
সেই সময় একটি সিমেন্ট বোঝাই ১৪ চাকা একটি লরি কে দার করিয়ে তল্লাসি করতেই বেরিয়ে আসে চোরাই কাঠ, সাথে সাথে লরিতে থাকা এক জন কে গ্রেপ্তার করা হয়, তার নাম আসারুল মোহাম্মদ, বাড়ি উত্তর প্রদেশ, আসারুল কে জেরা করে জানা গেছে আসাম থেকে কোলকাতা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠ গুলো, বন দপ্তর সূত্রে জানা যায় যে ট্রাকে আনুমানিক কুড়ি লক্ষ টাকা বার্মাটিক কাঠ ছিল, আসারুল কে কাল
কোর্টে তোলা হবে,