রোমিওদের দাপটে স্কুলছাত্রীরা ভয়ে তটস্থ। আতঙ্কিত ছাত্রীরা দ্বারস্থ হল থানা পুলিশের। নিত্যদিন স্কুল যাতায়াতের পথে বাইকবাহিনীর তাণ্ডবের শিকার ছাত্রীরা,এমনকি তাদের শ্লীলতাহানী করা হচ্ছে বলেও অভিযোগ।তাই এবার নিরাপত্তার দাবীতে থানার দ্বারস্থ শিক্ষিকা,অভিভাবক ও ছাত্রীরা। বর্ধমানের নিবেদিতা স্কুলের ঘটনা। শিক্ষিকা,অভিভাবক ও ছাত্রীদের অভিযোগ,স্কুল যাতায়াতের পথে প্রায়শই বাইকে হেলমেট পরে বা মুখ ঢেকে ছাত্রীদের পথ আটকানো হচ্ছে। এমনকি শ্লীলতাহানী করা হচ্ছে বলেও অভিযোগ।
এরফলে আতঙ্কিত হয়ে পড়ছে ছাত্রীরা,তারা স্কুলে যেতে ভয় পাচ্ছে। বর্ধমান নিবেদিতা কন্যা বিদ্যালয়ের শিক্ষিকা অঙ্কিতা বসু জানান,এর আগেও গত ৯ জুলাই লিখিতভাবে বর্ধমান থানায় বিষয়টি জানানো হয় কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি।নতুন করে আবার একই ধরনের ঘটনা ঘটছে তাই বাধ্য হয়ে নিরাপত্তার দাবীতে অভিভাবক ও ছাত্রীদের নিয়ে পুনরায় থানার দ্বারস্থ হয়েছি।
আরও পড়ুন – মোদীকে কটাক্ষ বাম নেতা সুশান্ত ঘোষের
উল্লেখ্য, রোমিওদের দাপটে স্কুলছাত্রীরা ভয়ে তটস্থ।আতঙ্কিত ছাত্রীরা দ্বারস্থ হল থানা পুলিশের। নিত্যদিন স্কুল যাতায়াতের পথে বাইকবাহিনীর তাণ্ডবের শিকার ছাত্রীরা,এমনকি তাদের শ্লীলতাহানী করা হচ্ছে বলেও অভিযোগ।তাই এবার নিরাপত্তার দাবীতে থানার দ্বারস্থ শিক্ষিকা,অভিভাবক ও ছাত্রীরা। বর্ধমানের নিবেদিতা স্কুলের ঘটনা। শিক্ষিকা,অভিভাবক ও ছাত্রীদের অভিযোগ,স্কুল যাতায়াতের পথে প্রায়শই বাইকে হেলমেট পরে বা মুখ ঢেকে ছাত্রীদের পথ আটকানো হচ্ছে।
এমনকি শ্লীলতাহানী করা হচ্ছে বলেও অভিযোগ। এরফলে আতঙ্কিত হয়ে পড়ছে ছাত্রীরা,তারা স্কুলে যেতে ভয় পাচ্ছে। বর্ধমান নিবেদিতা কন্যা বিদ্যালয়ের শিক্ষিকা অঙ্কিতা বসু জানান,এর আগেও গত ৯ জুলাই লিখিতভাবে বর্ধমান থানায় বিষয়টি জানানো হয় কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি।নতুন করে আবার একই ধরনের ঘটনা ঘটছে তাই বাধ্য হয়ে নিরাপত্তার দাবীতে অভিভাবক ও ছাত্রীদের নিয়ে পুনরায় থানার দ্বারস্থ হয়েছি।