মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই এর মঞ্চ থেকে কি বার্তা দেন, তা শুনতে মানুষের ঢল । একটু পরেই ধর্মতলায় ঐতিহাসিক একুশে জুলাই এর শহীদ দিবস। ইতিমধ্যেই রাজ্যের পাহাড় থেকে সাগরের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ এসে উপস্থিত হচ্ছেন শহর কলকাতার বুকে।
প্রত্যেকেই চাইছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই এর মঞ্চ থেকে কি বার্তা দেন, তা শোনার জন্য মঞ্চের যত কাছাকাছি থাকা যায়। সে লক্ষ্যেই দূর দূরান্তের মানুষজন একদিন কেউ কেউ দুদিন আগে থেকে শহর কলকাতায় এসে উপস্থিত হয়েছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহরের একাধিক জায়গায় এক বা দুদিন আগে থেকে যারা এসে উপস্থিত হয়েছেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
দক্ষিণ কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে ও বহু মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে। স্বাগত মানুষজনের জন্য সকাল থেকেই রান্নার ব্যবস্থা করা হয়েছে। গীতাঞ্জলি স্টেডিয়ামে আগত তৃণমূল কংগ্রেস এর সদস্য সমর্থকদের জন্য ডাল ভাত সবজি ডিমের ঝোল এর ব্যবস্থা করা হয়েছে। পানীয় জলের ব্যবস্থাও রয়েছে পর্যাপ্ত পরিমাণে। প্রত্যেকের জন্য করোনা সংক্রমণের কথা মাথায় রেখে মাস্ক স্যানিটাইজারেরও ব্যবস্থা রাখা হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা-নেত্রীরা এই সমস্ত থানে যাতে আগত প্রতিনিধিদের কোন অসুবিধা না হয়। তার জন্য খোঁজখবর ও পরিদর্শন করা হচ্ছে।
আরও পড়ুন – মোদীকে কটাক্ষ বাম নেতা সুশান্ত ঘোষের
যেকোনো মূল্যে আগামীকাল একুশে জুলাই এর জনসমাগম পূর্ববর্তী দিনগুলির দ্বিগুণ উপস্থিতির মাধ্যমে ঐতিহাসিক রূপ দেওয়ার লক্ষ্যে সমস্ত ব্যবস্থা দিয়ে পাকা করা হয়েছে। এ হানো ব্যবস্থায় আগত তৃণমূল কংগ্রেসের সদস্য সমর্থকরা যথেষ্ট খুশি।