জঙ্গলমহলের একাধিক পরিবারের রুজি রোজগারের মূল উপার্জন শালপাতা

জঙ্গলমহলের একাধিক পরিবারের রুজি রোজগারের মূল উপার্জন শালপাতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

জঙ্গলমহলের একাধিক পরিবারের রুজি রোজগারের মূল উপার্জন শালপাতা । এমনই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক পরিবারের। এই পরিবার গুলো জঙ্গল থেকে শালপাতা তুলে এনে তা দিয়ে থালা, বাটি তৈরি করে তা বিক্রি করে তাদের সংসার চালান। ভাঙা ঘরে,খড়ের চালের নিচে থাকা পরিবার গুলো পেট চালানোর তাগিদে দিনের পর দিন জঙ্গল থেকে শালপাতা তুলে এনে তা সেলাই করে থালা, বাটি বানিয়ে বিক্রি করে অন্ন তুলে দেয় ছেলেমেয়েদের মুখে।

 

কিন্তু সেই শালপাতার যখন চাহিদা থাকেনা বাজারে, তাদের তৈরি ওই শালপাতার দাম পায় না ঠিক মতো তখন মাথায় হাত পরিবারের। আর ঠিক তাদের দিন যাপন! পশ্চিম মেদিনীপুর জেলার ওই পরিবার গুলোর পাশে পৌঁছোলে পরিবারের মানুষ গুলো জানায় তাদের বেহাল অবস্থার কথা। বৃষ্টির দিনে তাদের তৈরি শালপাতার জানিস গুলো শুকনো করতে পারছেন না নষ্ট হচ্ছে হাজার হাজার পাতা চিন্তায় মাথায় হাত পরিবার গুলোর। তবে পলিথিন ও থার্মোকল নিষিদ্ধ ঘোষণা করেছে রাজ্য।

আরও পড়ুন – ভরা বর্ষায় দেখা নাই বৃষ্টির, প্রখর তাপদাহে বিভিন্ন পোকার আক্রমণে নষ্ট হচ্ছে সবজি সহ বিভিন্ন ফসল

যার ফলে জেলার বিভিন্ন এলাকার গ্রামবাসীরা তাদের তৈরি শালপাতার থালা বাটি সহ বিভিন্ন জিনিস ভালো বিক্রি হওয়ার আশা করছেন। গ্রামবাসীরা বলেন, শালপাতার তৈরি জিনিসের দাম এবার বাড়বে এবং ভালো ভাবে তাদের তৈরি শালপাতার জিনিস বিক্রি হবে। পলিথিন ও থার্মোকল বাজারে চলায় শালপাতার থালা বাটি সেভাবে বাজারে বিক্রি হতো না। খুব কম শালপাতার থালা বাটি বাজারে বিক্রি হতো। যার ফলে সে ভাবে তাদের রোজকার হতো না।

 

কিন্তু পলিথিন ও থার্মোকল বাজারে নিষিদ্ধ ঘোষণা হলে শালপাতার জিনিসপত্র তৈরীর কাজে যুক্ত সকলেই খুশি। সেই সঙ্গে গ্রামবাসীদের দাবি প্রশাসনের পক্ষ থেকে শালপাতার থালা বাটি তৈরি করার জন্য যদি তাদের মেশিন সরবরাহ করা হয় তাহলে বেশি করে তারা শালপাতার থালা বাটি তৈরি করতে পারবে। সেই সঙ্গে আগামী দিনে শাল পাতার তৈরি জিনিসপত্রের বিক্রি আরো বাড়বে এবং অর্থনৈতিকভাবে জঙ্গলমহলের বিভিন্ন গ্রামের মানুষের মধ্যে সচ্ছলতা ফিরে আসবে। সেই জন্য বাড়িতে বাড়িতে জোরকদমে শালপাতার থালা বাটি তৈরির কাজ শুরু করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন গ্রামের মহিলা থেকে পুরুষ মানুষেরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top