চায়ের সঙ্গে চিবিয়ে খাওয়া যাবে ভাঁড়ও! অবিশ্বাস্য হলেও সত্যি, এরকমই এক অভিনব চা নিয়ে হাজির হলেন মেদিনীপুর শহরের চাওয়ালা নিশীথ। আর তা ঘিরেই যথেষ্ট উদ্দীপনা মেদিনীপুর শহরে। উল্লেখ্য, বছর ৩৫-এর নিশীথ একসময় মডেলিং ও অভিনয় জগতে কাজ করতেন। কিন্তু করোনাকালিন পরিস্থিতিতে হঠাৎ কাজ হারিয়ে বসেন তিনি।
এরপর পরিস্থিতি স্বাভাবিক হলেও তিনি আবার তার স্বপ্নের জগত ফিরে পাননি।দীর্ঘ দু বছর মহামারীর শেষে সিনেমা জগত থেকে পুরোপুরি দূরে সরে যায় নিশীথ। উপার্জনের কোনো পথ না পেয়ে অবশেষে মেদিনীপুর শহরের রাঙ্গামাটি ফ্লাই ওভারের নীচে ‘চায়ে পে চর্চা’ নামে একটি দোকান খুলে ব্যাবসা শুরু করেন তিনি।
সেই ‘চায় পে চর্চা’তে সে ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন স্বাদের চা, কোলড্রিংস বিক্রি করে পরিবার ও পরিজনের নিয়ে জীবন জীবিকা নির্বাহ করতে থাকেন তিনি। আর এই চায়ে পে চর্চাতে প্রতিদিনই সন্ধ্যেবেলা থেকে হাজির হয় মেদিনীপুর শহরের তরুণ-তরুণী থেকে বয়স্ক বয়স্করা। যারা এক ভিন্ন স্বাদের চা খেতেই দৌড়ে আসেন এই নিশীথের দোকানে।
আরও পড়ুন – রাজ্য বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে ইকো পার্ক থানায় ডেপুটেশন জমা
উল্লেখ্য, চায়ের সঙ্গে চিবিয়ে খাওয়া যাবে ভাঁড়ও! অবিশ্বাস্য হলেও সত্যি, এরকমই এক অভিনব চা নিয়ে হাজির হলেন মেদিনীপুর শহরের চাওয়ালা নিশীথ। আর তা ঘিরেই যথেষ্ট উদ্দীপনা মেদিনীপুর শহরে। উল্লেখ্য, বছর ৩৫-এর নিশীথ একসময় মডেলিং ও অভিনয় জগতে কাজ করতেন। কিন্তু করোনাকালিন পরিস্থিতিতে হঠাৎ কাজ হারিয়ে বসেন তিনি। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলেও তিনি আবার তার স্বপ্নের জগত ফিরে পাননি।দীর্ঘ দু বছর মহামারীর শেষে সিনেমা জগত থেকে পুরোপুরি দূরে সরে যায় নিশীথ।
উপার্জনের কোনো পথ না পেয়ে অবশেষে মেদিনীপুর শহরের রাঙ্গামাটি ফ্লাই ওভারের নীচে ‘চায়ে পে চর্চা’ নামে একটি দোকান খুলে ব্যাবসা শুরু করেন তিনি। সেই ‘চায় পে চর্চা’তে সে ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন স্বাদের চা, কোলড্রিংস বিক্রি করে পরিবার ও পরিজনের নিয়ে জীবন জীবিকা নির্বাহ করতে থাকেন তিনি। আর এই চায়ে পে চর্চাতে প্রতিদিনই সন্ধ্যেবেলা থেকে হাজির হয় মেদিনীপুর শহরের তরুণ-তরুণী থেকে বয়স্ক বয়স্করা। যারা এক ভিন্ন স্বাদের চা খেতেই দৌড়ে আসেন এই নিশীথের দোকানে।