৮ বছর ধরে বন্ধ করোনেশনের লাইব্রেরি, মূল্যবান বই নষ্টের আশঙ্কা

৮ বছর ধরে বন্ধ করোনেশনের লাইব্রেরি, মূল্যবান বই নষ্টের আশঙ্কা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৮ বছর ধরে বন্ধ করোনেশনের লাইব্রেরি, মূল্যবান বই নষ্টের আশঙ্কা। ১৯১১ সালে স্থাপিত হয়েছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুল। এই স্কুলে একটি বহু গ্রন্থ সম্বলিত লাইব্রেরিও রয়েছে। কিন্তু দীর্ঘ প্রায় ৮ বছর ধরে সেই লাইব্রেরীর তালা বন্ধ। এরকম অবস্থায় নষ্ট হতে বসেছে বহু দামী পুস্তক।
জানা গেছে, গত ২০১৪ সালে এই বিদ্যালয়ের গ্রন্থাগারিক রঞ্জন রায় অবসর গ্রহণ করেন। তারপর থেকে বন্ধ হয়ে রয়েছে ওই গ্রন্থাগার।

 

এদিন রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের প্রধান শিক্ষক কালিচরন সাহা বলেন, আমি এই বিদ্যালয়ে জয়েন করার পর থেকে ওই গ্রন্থাগারটি বন্ধ থাকতে দেখেছি। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ওই গ্রন্থাগারটিকে যে প্রশ্নপত্র রাখার মত কনফিডেনসিয়াল কক্ষে পরিনত করা হয়, সেটা জানিয়ে প্রধান শিক্ষক বলেন, ওই গ্রন্থাগারে বহু মূল্যবান বই রয়েছে। তাই ঠিকমতো পঠনপাঠন শুরু হলে ওই গ্রন্থাগার আবারও চালু হবে।

আরও পড়ুন – রাজ্য বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে ইকো পার্ক থানায় ডেপুটেশন জমা

জানা গেছে, স্কুলটিতে বর্তমানে ৪৩ জন শিক্ষক, ২জন ক্লার্ক, ৪ জন স্থায়ী গ্রুপ ডি শিক্ষা কর্মী, ৪জন অস্থায়ী শিক্ষক, ৪জন অস্থায়ী গ্রুপ ডি রয়েছেন। এছাড়াও পঞ্চম থেকে অষ্টম শ্রেণি অবধি ছাত্র সংখ্যা ৮০০ জনের বেশি, নবম থেকে দশম শ্রেণির ছাত্র সংখ্যা ৪৫০ জন মত এবং একাদশ ও দ্বাদশে পড়ুয়ার সংখ্যা প্রায় ৬০০ জন। এত পড়ুয়া ও শিক্ষক থাকতেও গ্রন্থাগার বন্ধ থাকায় অভিযোগ জানিয়েছেন একাধিক অভিভাবকেরা। যদিও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালি বাবু বলেন, জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে গ্রন্থাগারিক চেয়ে কাগজ জমা দেওয়া হয়েছে। আশা করছি খুব শিগগিরই স্কুলে পঠনপাঠন শুরু হবে। এবং গ্রন্থাগার আবারও পুরোদমে চালু হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top