দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় গণটোকাটুকির অভিযোগ রায়গঞ্জে

দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় গণটোকাটুকির অভিযোগ রায়গঞ্জে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় গণটোকাটুকির অভিযোগ রায়গঞ্জে। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত রায়গঞ্জ সুরেন্দ্র নাথ কলেজে শনিবার গণটোকাটুকির অভিযোগ উঠল। কলেজ সূত্রে জানা গেছে, দ্বিতীয় সেমিস্টারে পাস কোর্সের পরীক্ষা শুরু হয়েছে বিগত ২২ তারিখ থেকে। এই পরীক্ষায় প্রায় ৩ হাজার পরীক্ষার্থী বসেছে। ওই পরীক্ষার জন্য দূরদূরান্ত থেকে কলেজের আশেপাশে জড়ো হচ্ছে পরীক্ষার্থীরা। অভিযোগ, প্রতিদিন প্রশ্ন মোবাইলে ভেসে উঠতেই কলেজের আশেপাশে বিভিন্ন জায়গায় জোট বেঁধে চলছে গণটোকাটুকি। দেখা যায় কলেজের বাইরে কেউ ভ্যানে বসে, কেউ আবার রাস্তার পাশে বসে বই খুলে লিখছে।

 

অন লাইনে চলছে পরীক্ষা এবং কলেজের ভেতরে বসে পরীক্ষা দেওয়ার কোনো নিয়ম না থাকায় পড়ুয়ারা কলেজের বাইরে বসে বই ও মোবাইল খুলে লিখছে। নির্দিষ্ট সময় পরে কলেজে উত্তর পত্রও জমা করছে পড়ুয়ারা। কলেজের টিচার ইন চার্জ ড. নীলিমা মোকটান গণটোকাটুকির বিষয়টি প্রকারান্তরে স্বীকার করে নিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে হোয়াটসঅ্যাপ বা মেলে প্রশ্ন দিয়ে দেওয়া হচ্ছে। কলেজের ভেতরে কোনো গণটোকাটুকি হচ্ছে না। এই হাইব্রিড মোডের পরীক্ষায় কলেজ কর্তৃপক্ষ নিজের দায়িত্ব সম্পূর্ণ ভাবে পালন করছে। উত্তর পত্র জমা নেওয়ার সময় অনেক কাউন্টার খোলা হচ্ছে। কলেজের ভেতরে সিসি ক্যামেরায় সবদিকে নজর রাখা হচ্ছে। বাইরে কোথায় কি ঘটছে, সেটা জানা নেই।

আরও পড়ুন – অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারে স্তম্ভিত বেলঘড়িয়ার দেওয়ান পাড়ার বাসিন্দারা

উল্লেখ্য, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত রায়গঞ্জ সুরেন্দ্র নাথ কলেজে শনিবার গণটোকাটুকির অভিযোগ উঠল। কলেজ সূত্রে জানা গেছে, দ্বিতীয় সেমিস্টারে পাস কোর্সের পরীক্ষা শুরু হয়েছে বিগত ২২ তারিখ থেকে। এই পরীক্ষায় প্রায় ৩ হাজার পরীক্ষার্থী বসেছে। ওই পরীক্ষার জন্য দূরদূরান্ত থেকে কলেজের আশেপাশে জড়ো হচ্ছে পরীক্ষার্থীরা। অভিযোগ, প্রতিদিন প্রশ্ন মোবাইলে ভেসে উঠতেই কলেজের আশেপাশে বিভিন্ন জায়গায় জোট বেঁধে চলছে গণটোকাটুকি। দেখা যায় কলেজের বাইরে কেউ ভ্যানে বসে, কেউ আবার রাস্তার পাশে বসে বই খুলে লিখছে।অন লাইনে চলছে পরীক্ষা এবং কলেজের ভেতরে বসে পরীক্ষা দেওয়ার কোনো নিয়ম না থাকায় পড়ুয়ারা কলেজের বাইরে বসে বই ও মোবাইল খুলে লিখছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top