পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে বোমাবাজিতে আহত 3 বছরের জিসান বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিত্সাধীনl সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের হুকমতটোলায় l
আহত শিশুর নাম জিসান শেখ l বাবা তাজিরুদ্দিন শেখ ভিনরাজ্যে শ্রমিকেরকাজ করেন।
জানা গেছে, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক মহল উত্তপ্ত বেশ কিছুদিন ধরেই l গোপালপুর পঞ্চায়েতে কংগ্রেসের দখলে রয়েছে 5টি আসন, তৃণমূলের দখলে বাকি 5টি l কার্যত বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা l
আহত শিশু জিসানের দাদু জানান, তাঁর নাতি এদিন সকালে বাইরে খেলাধূলা করছিল। সেই সময় বাইকে করে তৃণমূলের কিছু সদস্য তাদের দলেরই সেরাজুলকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে l সেই বোমার আঘাতে আহত হয় তাঁর নাতি l বর্তমানে সে মালদা মেডিকেল কলেজে চিকিত্সাধীন l পুলিশে খবর দেওয়া হলেও সকাল 9টা পর্যন্ত দেখা মেলেনি পুলিশের বলেও জানান খসিবুর সাহেব l