এস এল এস টি পরীক্ষায় উত্তীর্ণ অথচ বঞ্চিত চাকরি প্রার্থীদের ময়ূখ ভবনের সামনে বিক্ষোভ

এস এল এস টি পরীক্ষায় উত্তীর্ণ অথচ বঞ্চিত চাকরি প্রার্থীদের ময়ূখ ভবনের সামনে বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

এস এল এস টি পরীক্ষায় উত্তীর্ণ অথচ বঞ্চিত চাকরি প্রার্থীদের ময়ূখ ভবনের সামনে বিক্ষোভ। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত 6th এস এল এস টি পরীক্ষায় উত্তীর্ণ অথচ বঞ্চিত চাকরি প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে সল্টলেক ময়ূখ ভবনের সামনে রাস্তায় বোসে বিক্ষোভ। বিক্ষোভ দেখায় মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ প্রার্থী মঞ্চের তরফ থেকে। মিছিল করে বিকাশ ভবনের দিকে এগোতে গেলে পুলিশ আটকে দেয় রাস্তায় বোসে তারা বিক্ষোভ দেখাচ্ছে থালা বাজিয়ে।

 

২০১৩ সালে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের আয়োজিত 6th slst (at) টেট এবং সাবজেক্ট এর লিখিত পরীক্ষায় পাশ তথা ২০১৭ সালে ইন্টারভিউ দেওয়া।২০১৩ সালে wbmsc র বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্য পদ ৩১৮৩টি। কিন্তু ২০১৮ সালে কমিশন তথা কমিশন নিয়োগ সংক্রান্ত সমগ্র প্যানেল অন্তরালে রেখেই ২০০০ এর মধ্যে ১৫০০ শূন্য পদে নিয়োগ পত্র দেওয়া হয়।

 

২০১৮ সালের পর থেকে দফায় দফায় মাদ্রাসা কমিশনে ডেপুটেশন দিয়ে ক্লান্ত। বর্তমানে চাকরি ন্যায্য দাবিতে ১৪/০৯/২০১৬ পর্যন্ত আপটুডেট ভ্যাকান্সিতে মুষ্টিমেয় বঞ্চিত প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়। সেই মত ময়ূখ ভবন মোড় থেকে মিছিল শুরু করলে পুলিশ তাঁদের মিছিল আটকে দেয়। সেখানেই তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁদের দাবি যতক্ষণ না পর্যন্ত চেয়ারম্যান দেখা করবে ততক্ষন পর্যন্ত তারা এখানে বসে বিক্ষোভ দেখাবে।

আরও পড়ুন – বিজেপির চোর ধরো জেলে ভরো আন্দোলন মানিকচকে

তাঁদের দাবি…….

পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন এর 6th slst র বিজ্ঞপ্তিতে প্রদত্ত ৩১৮৩ টি শূন্যপদ এর মধ্যে অবশিষ্ট ১৫০০শণ্যপদে বঞ্চিত তথা সুযোগ্য ১৫০ জনের যথাশীঘ্র নিয়োগ করাতে হবে।

WBMSC গেজেট রুলস ২০১০ অনুসারে ১০এর সাব রুলস ৩বি মেনে রিটেন রেজাল্ট এর আগের দিন পর্যন্ত শূন্যপদে আপটু ডেট করে সমগ্র শূন্যপদে উত্তীর্ণ চাকরি প্রার্থী দের নিয়োগ দিতে হবে।

গেজেট রুলস অনুযায়ী ডিআই অফিস, মাদ্রাসা বোর্ড ও কমিশনের নিজস্ব সাইটে প্যানেল লিস্ট প্রকাশ করতে হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top