বৃদ্ধ বাবা -মা কে মারধোর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ বড়ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে। বৃদ্ধ বাবা -মা কে মারধোর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো বড়ছেলে লিটন সরকার ও তার স্ত্রীর বিরুদ্ধে। জানা যায় ডাবগ্রাম দুই গ্রাম পঞ্চায়েতের খোলাচাঁদ ফাপড়ি এলাকার বৃদ্ধ মেঘলাল সরকার ঠেলা গাড়িতে করে ভাজাভূজা বিক্রি করে সংসার চালান।
বাড়িতে দুই ছেলে রয়েছে। বড় ছেলের নাম লিটন সরকার আর ছোট ছেলের নাম মানিক সরকার। বৃদ্ধ মেঘলাল সরকারের বসত বাড়ি নিয়ে দুই কাঠা জমিন রয়েছে যা বৃদ্ধ মেঘলালা বাবু দুই ছেলের নামেই এক কাঠা করে লিখে দিয়েছেন। গত সাড়ে তিন বছর আগে মেঘলাল বাবু বড় ছেলের বিয়ে দেন। বিয়ে দেওয়ার পর থেকেই বৃদ্ধ দম্পতির ঘরে শুরু হয় অশান্তি। অভিযোগ, বড় ছেলের বউ কথায় কথায় শ্বশুর-শ্বাশুরির গায়ে হাত তোলেন আর তাদের উপর অত্যাচার করেন। এমন কি ব্রদ্ধের দুই ছেলে কাজে চলে গেলে বড় ছেলের বউ অকথ্য ভাষায় গালিগালাজ করেন তাদের।
আরও পড়ুন – ডায়মন্ড হারবার এর মোটর ভেহিকেলস এর RTI বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
আজ সোমবারের দিন বউমার অত্যাচার চরমে উঠে দা হাতে নিয়ে মারতে যান শ্বশুর-শ্বাশুড়িকে।এমন কি অসুস্থ শ্বাশুড়িকেও ঘূষি মারেন বউমা।বৃদ্ধ মা-বাবার উপর অত্যাচার হচ্ছে দেখেও চুপচাপ বড় ছেলে লিটন সরকার। পাড়াপ্রতিবেশিদের অভিযোগ বড় ছেলের প্রচ্ছন্ন মদতে বউমা এই কান্ড করে যাচ্ছেন। উপায় না পেয়ে বৃদ্ধ দম্পতি এক স্বেচ্ছাসেবী সংস্থা ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যাদের শরণাপন্ন হন।
স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় বৃদ্ধ দম্পতি বড় ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে ভক্তিনগর থানায় এফ আই আর দাখিল করেন। ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থানে এসে সবার সামনেই বৃদ্ধ দম্পতি এবং তার বড় ছেলে ও তার স্ত্রীকে ভালোভাবে মিলেমিশে চলার পরামর্শ দেন।এবং ভবিষ্যতে বৃদ্ধ দম্পতির উপরে আবারো অত্যাচার হলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে সেই বার্তাও দিয়ে যান পুলিশ কর্মীরা।