কর্মসংস্থানই লক্ষ্য, শেষ হল ৬ স্কুলের পড়ুয়াদের প্রশিক্ষণ শিবির । রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রে মঙ্গলবার থেকে শুরু হয়েছিল ৩ দিনের হাতে কলমে বিজ্ঞান চর্চার প্রশিক্ষণ শিবির। এতে অংশ নিয়েছিল স্থানীয় ৬টি স্কুলের ছাত্র ছাত্রীরা। এই শিবিরে মূলতঃ হাতে কলমে খেলনা রোবট, পুতুল, যন্ত্রপাতি তৈরি থেকে শুরু করে বিজ্ঞানের নানা বিষয় হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানালেন আয়োজক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের অটল টিঙ্কারিং ল্যাবের মুখ্য উদ্দেশ্য হল পড়ুয়াদের মধ্যে হাতে কলমে বিজ্ঞান শেখা। আমরা স্কুলের পক্ষ থেকে এখানে সেই পরিবেশটাই তৈরি করছি। তিনি জানান, পরপর ৩ দিন প্রশিক্ষণ শেষে এদিন বিকেলে এই কর্মশালা শেষ হয়।
এমন কর্মশালায় অংশ নিতে পেরে ভীষণ খুশি বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। বিদ্যাচক্রের দশম শ্রেণির ছাত্র অর্কপ্রভ রায় বলে, এখানে এসে নানা রকম যন্ত্রপাতি তৈরি, পুতুল তৈরি, রোবট তৈরি করা শিখছি, ভীষণ ভালো লাগছে। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পদার্থ বিদ্যার শিক্ষক ড. দীপাঞ্জন সরকার। এমন প্রশিক্ষণ কর্মশালা দেখে তিনি ভীষণ অভিভূত। তিনি বলেন, আমাদের ছাত্র ছাত্রী দের সামনে এটা একটা অসাধারণ অভিজ্ঞতা ও নিদর্শন। এতে পড়ুয়ারা একদিকে যেমন আকর্ষণ অনুভব করছে, তেমনি নতুন কিছু শিখেছে।
আরও পড়ুন – পার্থর প্রতি ক্ষোভ থাকলেও মমতায় বিশ্বাস সংখ্যালঘু তৃণমূল কর্মী সমর্থকদের
এই প্রশিক্ষন শিবিরে উপস্থিত হয়েছে সারদা বিদ্যামন্দির, কর্ণজোড়া হাই, উদয়পুর বালিকা, কাশিবাটি বিবেকানন্দ, পার্বতী দেবী বালিকা, রায়গঞ্জ গার্লস হাই সহ বিদ্যাচক্র স্কুলের নবম দশম শ্রেণির পড়ুয়ারা। ছোট ছেলেমেয়েরা ল্যাবেরোটরিতে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে নিজেরা বেশ উদ্বুদ্ধ, বলে জানালেন আয়োজক স্কুলের সহ প্রধান শিক্ষক ড. নীলাঞ্জন ঘোষ। তিনি বলেন, আমরা আয়োজক স্কুল হিসেবে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের জন্য একটা আদর্শ পরিবেশ দিয়েছি। ওরা শিখলেই আমরা খুশি। আগামী দিনে এমন কর্মশালা আবারও অনুষ্ঠিত হলে আরও নতুন কিছু শেখা হবে আশায় বিভিন্ন স্কুলের পড়ুয়ারা।