উইকেন্ডে বৃষ্টি বাড়বে রাজ্যে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায়। উত্তরবঙ্গে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উইকেন্ডে বৃষ্টি বাড়বে রাজ্যে।
কলকাতায় অংশত মেঘলা আকাশ। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম। দুই এক পশলা হালকা থেকে মাঝারি এর বৃষ্টি হতে পারে। আগামী দুদিন বাড়বে তাপমাত্রা হবে অস্বস্তি। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি একটু বাড়বে।
আরও পড়ুন – হাওড়া স্টেশনের কাছে দুর্ঘটনায় জখম মহিলা
দক্ষিণবঙ্গে রবিবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে। উত্তরবঙ্গ লাগোয়া বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হতে পারে নদীয়া, মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলায়। পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনার দু এক জায়গাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলা তে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতাতেও রবিবার আবহাওয়া র পরিবর্তন। মেঘলা আকাশ থাকবে এবং কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। সোমবারেও মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে দক্ষিণবঙ্গের এ জেলাগুলিতে। বাতাসে জলীয় বাষ্প থাকবে। তাই আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি না হলে অস্বস্তি বেশ কিছুটা বাড়বে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চার থেকে পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি পার্বত্য এলাকায় হবে। নিচের দিকের জেলা মালদা ও দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শনি ও রবিবার বৃষ্টির বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে। শনিবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির কোন কোন এলাকায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে।