ফের বাসের উপর হামলার চেষ্টা হাতির

ফের বাসের উপর হামলার চেষ্টা হাতির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফের বাসের উপর হামলার চেষ্টা হাতির। ভয়ে বাস ছেড়ে পালিয়ে যায় , হেলপার। কোনোরকমে সুযোগ বুঝে বাস নিয়ে চম্পট দেন ড্রাইভার। স্বস্তি র নিশ্বাস ফেলে যাত্রী রা। সাত সকালে ধূমসাই- বেলপাহাড়ি গামী মামনি বাসটি নয়াগ্রাম ব্লকের ধোবানীশোল বাস স্ট্যান্ডের কাছে পৌঁছালে, হটাৎ এক দাঁতাল হাতি রাস্তায় চলেআসে।বাসটিকে লক্ষ্য করে তেড়ে যায় দাঁতাল, বাসের দরজায় মাথা দিয়ে ধাক্কা ও দেয় সে। তখন বাসযাত্রীরা সবাই ভয়ে কাঁপতে থাকে,আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসের মধ্যে।

 

সেই সময় গ্রামবাসী দের চিৎকারে হাতি ঠাকুর একটু থমকালে সেই সুযোগে বাস দ্রুত বাসটিকে ঘুড়িয়ে চম্পট দেয়। কিছুটা তেড়েও যায় তখন হাতি। চালকের উপস্থিত বুদ্ধির জেরে সবাই রেহাই পায়। তবে চালকের বক্তব্য যে ভাবে জঙ্গল কেটে সাফ হয়ে যাচ্ছে তার জেরেই হাতির এই আচরন। খাবার না পেয়ে লোকালয়ে আক্রমণ চালাচ্ছে হাতি। এর আগে ঝাড়গ্রামের জাম্বনী ব্লকের ঘুটিয়ার কাছে একিরকম ভাবে বাসের উপর হামলা চালায়। হাতির এই স্বভাব পরিবর্তনে চিন্তার ভাঁজ।

আরও পড়ুন – টাকার বস্তার প্রতিক পুড়িয়ে ধিক্কার মিছিল

উল্লেখ্য, ফের বাসের উপর হামলার চেষ্টা হাতির। ভয়ে বাস ছেড়ে পালিয়ে যায় , হেলপার। কোনোরকমে সুযোগ বুঝে বাস নিয়ে চম্পট দেন ড্রাইভার। স্বস্তি র নিশ্বাস ফেলে যাত্রী রা। সাত সকালে ধূমসাই- বেলপাহাড়ি গামী মামনি বাসটি নয়াগ্রাম ব্লকের ধোবানীশোল বাস স্ট্যান্ডের কাছে পৌঁছালে, হটাৎ এক দাঁতাল হাতি রাস্তায় চলেআসে।বাসটিকে লক্ষ্য করে তেড়ে যায় দাঁতাল, বাসের দরজায় মাথা দিয়ে ধাক্কা ও দেয় সে। তখন বাসযাত্রীরা সবাই ভয়ে কাঁপতে থাকে,আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসের মধ্যে।

 

সেই সময় গ্রামবাসী দের চিৎকারে হাতি ঠাকুর একটু থমকালে সেই সুযোগে বাস দ্রুত বাসটিকে ঘুড়িয়ে চম্পট দেয়। কিছুটা তেড়েও যায় তখন হাতি। চালকের উপস্থিত বুদ্ধির জেরে সবাই রেহাই পায়। তবে চালকের বক্তব্য যে ভাবে জঙ্গল কেটে সাফ হয়ে যাচ্ছে তার জেরেই হাতির এই আচরন। খাবার না পেয়ে লোকালয়ে আক্রমণ চালাচ্ছে হাতি। এর আগে ঝাড়গ্রামের জাম্বনী ব্লকের ঘুটিয়ার কাছে একিরকম ভাবে বাসের উপর হামলা চালায়। হাতির এই স্বভাব পরিবর্তনে চিন্তার ভাঁজ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top