অর্পিতার বাড়ি ইচ্ছে নিয়ে এবার তদন্তের নির্দেশ ফিরহাদ হাকিমের । বর্ষা চলে এসেছে বিপদজনক বাড়ি কে নোটিশ করা হবে। যাতে তারা নিরাপদ জায়গায় চলে যায়। যারা বাড়ি ছাড়বেন তাদের বাড়ি সুরক্ষিত থাকবে। সমস্ত উন অ্যাসেস সম্পত্তি থাকবে না। সমস্ত সম্পত্তি কে অ্যাসেজ আহাতায় নিয়ে আসা হবে। যদি কোনো এই ধরনের বাড়ি থাকে তাহলে সেটা নিয়ে নেওয়া হবে। এবার থেকে পুকুর কে একটা নম্বর দেওয়া হবে। তার জন্য পুকুর কে এবার থেকে আসসেস্মেন্ট করা হবে।
কোন বিল্ডিং অ্যাসেসমেন্ট হয়েছে কি না। সেটা বলা হয়েছে সমস্ত বাড়ি কে অ্যাসেসমেন্ট করা হবে। যারা ব্যবসায়িক ভাবে যারা থাকার বাড়িতে থাকা যাচ্ছে। কসবায় একটা জমিতে দুটো বাড়ি কি করে হয়। সেটা খুঁটিয়ে দেখতে বলা হয়েছে। ইচ্ছে বলে যে বাড়ি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান মেয়র। অর্পিতা মুখোপাধ্যায় বাড়ি যেখানে ইচ্ছে এন্টারটেইনমেন্ট বলে কে এম ডি এ নিয়ে ব্যবসায়িক কাজের ব্যাবহার করা হচ্ছিল।
আরও পড়ুন – সমগ্র দেশের পাশাপাশি আমাদের রাজ্যে ও বাড়ছে হ্যাকার দের দৌরাত্ম
পার্থ চট্টোপাধ্যায় বাড়ি নিয়ে বললেন মেয়র। কে এম ডি এ কে বলা হয়েছে যে বড় করে বোর্ড লাগানোর জন্য । যেখানে লেখা থাকবে এই সম্পত্তি কে এম ডি এ রয়েছে। কসবা এবং বালিগঞ্জ অঞ্চলে কে এম ডি এ নিয়ে কোনো অভিযোগ করেননি। যদি কোনো অভিযোগ এলে ব্যাবস্থা নেওয়া হবে। যদি পৌর সংস্থার দেখে যে ভাক্যান্ট ল্যান্ড না নিয়ে যদি বাড়ি তৈরি করছেন। তাহলে সেই বাড়ি ভেঙে দেওয়া হবে। অর্পিতা মুখোপাধ্যায় বাড়ি ইচ্ছে নিয়ে এবার তদন্তের নির্দেশ কে এম ডি এর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। অর্পিতার বাড়ি