বসিরহাট স্বাস্থ্য জেলার সিএমএইচ দপ্তরের সামনে আশা কর্মীদের বিক্ষোভ

বসিরহাট স্বাস্থ্য জেলার সিএমএইচ দপ্তরের সামনে আশা কর্মীদের বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বকেয়া মেটানো সহ একাধিক দাবি নিয়ে বসিরহাট স্বাস্থ্য জেলার সিএমএইচ দপ্তরের সামনে বিক্ষোভ আশা কর্মীদের।। বসিরহাট মহকুমায় প্রায় দেড় হাজার আশা কর্মী রয়েছে তারা , গত দু’বছর ধরে কোভিড পরিস্থিতিতে সমস্ত রকম পরিষেবা দেওয়ার পরেও তাদের যথার্থ স্বীকৃতির দাবিতে পথে নামলেন বসিরহাট মহকুমার ১,৫০০ স্বাস্থ্য পরিষেবার কাজে নিযুক্ত আশা কর্মীরা কোভিড পরিস্থিতি, মেলা, ভোট এবং দুয়ারে সরকার সহ একাধিক ক্ষেত্রে আশা কর্মীরা তাদের শ্রম ও সময় দেওয়ার পরেও তাদের যথার্থ পারিশ্রমিক ও সম্মান সহ একাধিক প্রাপ্য পাচ্ছে না।

 

অস্বাভাবিক কাজের চাপ বাড়লেও আশা কর্মীদের জন্য বরাদ্দ এন এইচ এম প্রকল্পের কোটি কোটি টাকা ফেরত চলে যাচ্ছে বলেও এই বিক্ষোভের মধ্য দিয়ে অভিযোগ জানান আশা কর্মীরা। গত এক বছরের কোভিড পরিস্থিতির জন্য বরাদ্দ ভাতা অবিলম্বে দেওয়ার দাবি জানান তারা। আশাকর্মীদের জন্য অ্যান্ড্রয়েড ফোন এবং মাসিক ৩০০ টাকা ফোন রিচার্জের ভাতার ব্যবস্থা করতে হবে বলে জানান তারা।

আরও পড়ুন – সমগ্র দেশের পাশাপাশি আমাদের রাজ্যে ও বাড়ছে হ্যাকার দের দৌরাত্ম

আশা কর্মীরা আরো দাবি করেন, গুরুতর অসুস্থতার জন্য তাদের প্রাপ্য ভাতার থেকে টাকা না কাটা ও নার্সিংহোমে প্রসূতি মায়ের সন্তান প্রসবের পর পূর্ণ পারিশ্রমিক দিতে হবে। আশাকর্মীদের জন্য বরাদ্দ সরকারি কাজ ছাড়া আর অন্য কোন কাজ করানো যাবে না ও তাদের সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হওয়ার দাবি জানা বিক্ষোভের মধ্য দিয়ে। স্বাস্থ্য দপ্তর থেকে এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ না নিলে আগামী ৩রা আগস্ট থেকে তারা কর্ম বিরতি ও বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন এই মহকুমার আশাকর্মীরা। সিএমএইচ দপ্তরের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top