সারা দেশ জুড়ে শুদ্ধিকরণের কাজ চলছে, দিলীপ ঘোষ

সারা দেশ জুড়ে শুদ্ধিকরণের কাজ চলছে, দিলীপ ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সারা দেশ জুড়ে শুদ্ধিকরণের কাজ চলছে, দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সোমবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাত:ভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবসেনা এমপি সঞ্জয় রাউতকে ইডি হেফাজতে নিয়েছে। সেই প্রসঙ্গে তিনি বলেন….. সারা দেশ জুড়ে শুদ্ধিকরণের কাজ চলছে, যারা যারা লুঠ করতো চোখে দেখাতো,কেন চোখ দেখাতো বোঝা যাচ্ছে। কোন পার্টি নয় কোন সরকার নয় যারা যারা এ ধরনের কাজ করেছে তথ্য পেয়েছে জিজ্ঞাসাবাদ হচ্ছে মনে হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা দরকার ,করেছে।

 

বঙ্গে দুর্নীতির প্রতিবাদে আপনারা দিল্লি যাচ্ছেন এবং সেখানে আপনারা ধর্ণা করবেন স্পিকার ইতিমধ্যে বলেছেন করা যাবে না। সেখানে সব পার্টি ধর্ণা করছে ।কংগ্রেস,তৃণমূল বসে আছে আমরা তাদের দেখে দেখেই করছি।

 

তৃণমূল বারবার বলেছে বিজেপি শাসিত রাজ্যগুলোকে দুর্নীতি সম্বন্ধে সেই রাজ্যগুলোর দিকে তাকাক সেই প্রসঙ্গে তিনি বলেন… সবাইকে সেই দিকে তাকিয়ে আছি কাউকে ছাড়ছিনা আমরা আর উনারা ভাবছেন এতদিন লম্বা চওড়া ভাষণ দিতেন হুমকি দিতেন সেটাও চলবে না সবাইকে আয়নার সামনে আসতে হবে।
নবান্নে মন্ত্রিসভার রদ বদল হতে পারে এই প্রসঙ্গে তিনি বলেন রদবদল হওয়া উচিত সমস্ত দাগীদের কে বাদ দিন যারা কখনো কখনো সেন্ট্রাল এজেন্সি বা যাদের নামে পাবলিক বলছে তাদের সরানো উচিত চোরদের দিয়ে ভালো কাজ হবে না, তাই বাংলার দুর্দশা।

 

ঝাড়খন্ডের এম এল এ (MLA) কান্ডে কংগ্রেসের অভিযোগ কোটি কোটি টাকা দেখিয়ে ঝাড়খন্ডে জোট সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। এই নিয়ে তিনি বলেন….আগে তিনজনকে জেরা করা হোক ওরা সঙ্গে সঙ্গে সাসপেন্ড করার সাহস দেখিয়েছে ।তৃণমূল তো সাতদিন লাগিয়েছে সাসপেন্ড করতে। টাকাকে দিল কোথা থেকে এলো সেটা তো আগে প্রতিষ্ঠিত হোক। টাকা তো কলকাতাতে কলকাতা একবার ঢুকে পড়ুন পুলিশ কিছু বলবে না এখান থেকে নিয়ে যান এখানে রাখুন সেভ ব্যাঙ্ক সেই জন্য তৃণমূল ও কংগ্রেস বড় কথা বলতে পারবে না আমাদের কেউ ধরা পড়েনি, তাই আমাদের দিকে আঙ্গুল তুলে কোন লাভ নেই ধরা পড়ে গেলে অনেকে চেঁচামেচি করে ন।

আমরা ঘোড়া কেনাবেচায় বিশ্বাসী নই কোনদিন করবোও না যারা ঘোরা কেনাবেচা করে তারাই জানে ব্যাপারটা কি সেই ব্যবসাটা কোথায় কিভাবে হয় ভারতীয় জনতা পার্টি মানুষের ওপর বিশ্বাস করে জনগণের রায় কে বিশ্বাস করে সেই ভাবেই হয়েছে।

বিরোধী দলনেতা ক্যামেরার সামনে বলেছেন মহারাষ্ট্রের পর ঝাড়খন্ড সেই প্রসঙ্গে তিনি বলেন যদি উনারা উনাদের সরকার বাঁচিয়ে না রাখতে পারেন সেটা আমাদের দোষ নয়, ওরা জেতার পরও আমাদের সরকার রাখতে পারছে না এম এল এরা সব ছেড়ে চলে আসছে মহারাষ্ট্র কি হলো মানুষের রায়ের বিরুদ্ধে গেছিল তো স্বাভাবিক।

আরও পড়ুন – সুজিত বসুর উপস্থিতিতে আয়োজিত হলো চালতা বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো

পার্থ চ্যাটার্জি বলেছেন টাকা আমার নয়, এই প্রসঙ্গে তিনি বলেন……কার টাকা সেটা তো বলুন অর্পিতা বলেছে আমার টাকা নয়, রাস্তায় পড়েছিল টাকা এরকম নয় তো ‌।কুনাল বাবু আমাকে নাকি বলেছেন আমার লোকেরা ধরা পড়েছিল আমি লিখিতভাবে কোর্টে দিয়েছিলাম এটা আমাদের পার্টির টাকা ফেরত দেওয়া হোক। কোন ব্যাংক থেকে তুলেছিলাম তার তথ্য প্রমান দিয়েছিলাম কোর্ট মেনে নিয়েছে উনার কোর্টে যাওয়ার হিম্মত নেই, এত টাকা নেতার বাড়ি থেকে পাওয়া গেল আমাদের টাকা বলার হিম্মত নেই দিয়ে দাও টাকা আমাদেরকে ভালো কাজ করব সে দমও নেই সেই জন্য অন্যের দিকে আঙ্গুল তোলার দরকার নেই পুরো জামা কাপড় কালো হয়ে গেছে আপনার কথা কে বিশ্বাস করবে।

 

জয়প্রকাশ মজুমদার দিলীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন সেই প্রসঙ্গে তিনি বলেন…… আমি বলব উনি যে পার্টিতে গেছেন সেই পার্টির লোককে কেউ বিশ্বাস করে না ।আপনাকেও কেউ বিশ্বাস করে না ।ইতিহাস দেখে নিন আমরা কোর্টে গিয়ে আসানসোলে লিখিত দিয়েছিল দিলীপ ঘোষ আমার পার্টির টাকা ব্যাংকের তথ্য প্রমাণ দিয়েছিলাম কোর্ট মেনে নিয়েছে পুলিশ চেপে আছে। এই চোর চিটিংবাজদের সাথে থেকে পুলিশ হয়ে গেছে। আমাদের টাকাটা দিচ্ছে না দু’বছর ধরে ।টাকা ফেরত দিক কোর্টে তথ্য প্রমাণ দেখিয়েছি।।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top