গণপিটুনিতে যুবকের মৃত্যু

গণপিটুনিতে যুবকের মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

গণ প্রহারের জেরে মৃত্যু হল এক যুবকের। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার শ্যামনগর অঞ্জনগড়ে। মৃত যুবকের নাম শুভজিৎ দাস ( ২৪)। তাঁর বাড়ি শ্যামনগরের গুড়দহ শালবাগানের আনন্দপল্লীতে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবক শুভজিৎ পেশাম রাজমিস্ত্রির হেল্পারির কাজ করতো। অভিযোগ, মোবাইল চোর সন্দেহের বশে সোমবার দুপুরে শুভজিৎকে হাত-পা বেঁধে শুভজিৎকে পেটানো হয়।

 

গুরদহের অঞ্জনগড়ে গণপিটুনির শিকার ওই যুবককে রাস্তা থেকে উদ্ধার করে পুলিশ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত যুবকের পরিবারের দাবি,কারা কি কারনে ওকে পিটিয়ে খুন করলো তা বলতে পারব না। তবে শুনেছি একটা মেয়ের হাত থেকে ও নাকি মোবাইল ছিনিয়ে নিয়েছিল। তাই এলাকার লোকজন ওকে ধরে গন প্রহার দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।

আরও পড়ুন – সুজিত বসুর উপস্থিতিতে আয়োজিত হলো চালতা বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো

উল্লেখ্য, গণ প্রহারের জেরে মৃত্যু হল এক যুবকের। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার শ্যামনগর অঞ্জনগড়ে। মৃত যুবকের নাম শুভজিৎ দাস ( ২৪)। তাঁর বাড়ি শ্যামনগরের গুড়দহ শালবাগানের আনন্দপল্লীতে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবক শুভজিৎ পেশাম রাজমিস্ত্রির হেল্পারির কাজ করতো। অভিযোগ, মোবাইল চোর সন্দেহের বশে সোমবার দুপুরে শুভজিৎকে হাত-পা বেঁধে শুভজিৎকে পেটানো হয়।

 

গুরদহের অঞ্জনগড়ে গণপিটুনির শিকার ওই যুবককে রাস্তা থেকে উদ্ধার করে পুলিশ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত যুবকের পরিবারের দাবি,কারা কি কারনে ওকে পিটিয়ে খুন করলো তা বলতে পারব না। তবে শুনেছি একটা মেয়ের হাত থেকে ও নাকি মোবাইল ছিনিয়ে নিয়েছিল। তাই এলাকার লোকজন ওকে ধরে গন প্রহার দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top