দায়িত্ব পেয়েই জেলা সভাপতির পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন

দায়িত্ব পেয়েই জেলা সভাপতির পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে পুনরায় আলিপুরদুয়ার জেলা সভাপতির পদে প্রকাশ চিকবড়াইকের নাম অফিসিয়ালি সিলমোহর পড়ায় বেশ উজ্জীবিত চা মহল্লা । কেননা, প্রকাশের জেলা সভাপতি হিসেবে এই উত্থানের পিছনে চা মহল্লার বিশেষ অবদান রয়েছে । কুমারগ্রামের প্রত্যন্ত এলাকা থেকে চা শ্রমিক নেতা হিসেবে প্রকাশের আত্মপ্রকাশ । সুতরাং, বাগানবাসীর প্রতি তাঁর আত্মিক সহানুভূতি থাকাটাই স্বাভাবিক । তিনি নিজেও অকপটে স্বীকার করেন তার রাজনৈতিক জীবনে বাগানবাসীদের গুরুত্বের কথা । সেই প্রকাশকে ফের আরও একবার তৃণমূল নেতৃত্ব জেলা সভাপতির পদে বসানোয় স্বাভাবিকভাবেই উৎসাহিত বাগানবাসী ।

 

আলিপুরদুয়ার জেলায় রাজনৈতিক সমীকরণ মূলত চা বাগানের ওপরই নির্ভরশীল । চা বাগান অধ্যুষিত জেলা হওয়াতে বাগানবাসীদের নির্বাচনের ভিত্তিতেই প্রধানত এখানে রাজনৈতিক পট সূচিত হয় । গত পৌরসভা নির্বাচনে জেলার দুটি পৌরসভাতে প্রকাশের নেতৃত্বে শাসকদল তৃণমূল কংগ্রেস ব্যাপক লীড পায় । দুই পৌরসভাতেই বোর্ড দখল করে শাসকশিবির । রাজনৈতিক মহলের ধারণা, পৌরসভা নির্বাচনের নজরকাড়া সাফল্যে জেলা সভাপতি হিসেবে পুনরায় তাই প্রকাশ চিকবড়াইকের ওপরই আস্থা রাখলো দল । পাশাপাশি জেলা চেয়ারম্যান হিসেবে মৃদুল গোস্বামীকেই পুনর্বহাল রেখেছে দলের শীর্ষ নেতৃত্ব ।

আরও পড়ুন – সুজিত বসুর উপস্থিতিতে আয়োজিত হলো চালতা বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো

পুনরায় জেলা সভাপতি হিসেবে মনোনীত হবার পরপরই আগামী বছরের পঞ্চায়েত নির্বাচন নিয়ে একগুচ্ছ পরিকল্পনা নিয়ে ফেলেছেন প্রকাশবাবু । গত পৌরসভা নির্বাচনেও তার কৌশলগত পদক্ষেপ দলের ভালো ফল এনে দিয়েছিল । সেসময় ফালাকাটা এবং আলিপুরদুয়ার দুই পুরসভাতেই ৩১ জনের একটি দলীয় প্রতিনিধি দল গঠন করা হয় । নির্বাচনের নীতি নির্ধারণ ঠিক করাই ছিল সেই দলের সদস্যদের মূল কাজ ‌ । আর দলের জেলাস্তরের নেতারা সেই দলের প্রত্যেক কাজকর্ম মনিটরিং করত ।

 

প্রকাশবাবু এদিন নয়াজামানাকে বলেন , গত পৌরসভা নির্বাচনের আদলেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দলীয় কর্মসূচি ঠিক করা হচ্ছে । পরবর্তীতে পঞ্চায়েত নির্বাচনে জেলার সবকটি পঞ্চায়েত জয়ই আমাদের এখন মূলমন্ত্র । আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পুনরায় আমার ওপর দলীয় আস্থা রেখেছেন । চা বাগানের শ্রমিক আন্দোলনের মাধ্যমে আমি সক্রিয় রাজনীতিতে উঠে এসেছি । ক্রমানুসারে এরপর ব্লক এবং অঞ্চল নেতৃত্বকেও ঢেলে সাজানো হবে । সকলকে নিয়ে তৃণমূল কংগ্রেস ভবিষ্যতে মানুষের জন্য কাজ করবে । পঞ্চায়েত নির্বাচন

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top