গতকাল রাত থেকে ডুয়ার্সের , রমতি নদীর জল জাতীয় সড়ক দিয়ে , প্রবাহিত হয়। গতকাল রাত থেকে রমতি নদীর জল রাত থেকে ৩১ নাম্বার জাতীয় সড়ক দিয়ে প্রবাহিত হয়। রাত ১২ নাগাদ জাতীয় সড়কের ওপর দিয়ে রমতি নদীর জল এত বেগে প্রভাবিত হয়।সেই জল পেরিয়ে কোন মতে মানুষজন চলাচল করছিলো। সেই কারনে শিলিগুড়ি মালবাজার রুটের গাড়ি চলাচল ধীর গতিতে চলে।
সোমবার সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। যারফলে সকাল থেকেও জাতীয় সড়ক দিয়ে রোমতি নদীর জল প্রভাহিত হচ্ছে। তবে কম জল যাচ্ছিলো সকালের দিকে। তবে এই সময় জলের শ্রোত কম থাকায় গাড়ি চলাচল ঠিকঠাক করছিলো। একটু বৃষ্টি হলেই এই রাস্তার ওপর দিয়ে নদীর জল যায়। আর এতেই ক্ষিপ্ত মানুষজন।
আরও পড়ুন – প্রশাসনের ওপর ভরসা করলে হারাতে হবে সন্তানকে, সিপিএম
উল্লেখ্য, গতকাল রাত থেকে ডুয়ার্সের , রমতি নদীর জল জাতীয় সড়ক দিয়ে , প্রবাহিত হয়। গতকাল রাত থেকে রমতি নদীর জল রাত থেকে ৩১ নাম্বার জাতীয় সড়ক দিয়ে প্রবাহিত হয়। রাত ১২ নাগাদ জাতীয় সড়কের ওপর দিয়ে রমতি নদীর জল এত বেগে প্রভাবিত হয়।সেই জল পেরিয়ে কোন মতে মানুষজন চলাচল করছিলো। সেই কারনে শিলিগুড়ি মালবাজার রুটের গাড়ি চলাচল ধীর গতিতে চলে।
সোমবার সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। যারফলে সকাল থেকেও জাতীয় সড়ক দিয়ে রোমতি নদীর জল প্রভাহিত হচ্ছে। তবে কম জল যাচ্ছিলো সকালের দিকে। তবে এই সময় জলের শ্রোত কম থাকায় গাড়ি চলাচল ঠিকঠাক করছিলো। একটু বৃষ্টি হলেই এই রাস্তার ওপর দিয়ে নদীর জল যায়। আর এতেই ক্ষিপ্ত মানুষজন।