ভুয়ো কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র। প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো নিউটাউন থানার পুলিশ। গ্রেফতার ৭ জন ভিন রাজ্যের বাসিন্দা। ১১ টা মোবাইল, ১টা ল্যাপটপ ও বেশকিছু ভুয়ো ডকুমেন্ট। পুলিশ সূত্রে খবর, গতকাল নিউ টাউন থানার টহলদারি পুলিশের কাছে খবর আসে নিউটাউন সি.ডি. ব্লকের ১০৩ নাম্বার বাড়িতে প্রচুর বহিরাবতীদের আনাগোনা চলছে বেশ কিছুদিন ধরে।
এরপরই নিউটাউন থানার পুলিশ হানা দেয় ওই বাড়িতে। সেই সময় ওই বাড়িতে ছিল মোট সাতজন যুবক তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে জানাজায় প্রায় দুমাস ধরে ওই বাড়ি ভাড়া নিয়ে কল সেন্টারের নামে চলছিল প্রতারণা চক্র। বিভিন্ন ব্যক্তিকে ফোন করে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদের থেকে টাকা হাতিয়ে নিত। এরপরই পুলিশ ওই ৭ জনকে গ্রেফতার করে।
আরও পড়ুন – আজ নতুন মন্ত্রীদের শপথ গ্রহন
তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ১১ টা মোবাইল ফোন একটা ল্যাপটপ সহ বেশ কিছু ভুয়ো ডকুমেন্ট। ধৃতদের আজ বারাসাত আদালতের তোলা হবে। তবে এই চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত আছে বা এই ধরনের ভুয়ো কল সেন্টার আর কোথায় কোথায় আছে তা জানতে ইতিমধ্যেই তদণ্ডে নেমেছে নিউটাউন থানার পুলিশ।
ধৃত সাতজন
Dushyant @ Raja,
Manish kumar,
Manjit Singh @vicky,
Sourav Singh,
Raja Yadav,
Narayan Kumar,
ধৃতরা প্রত্যেকে বিহারের ছত্রিশগড়ের বাসিন্দা।
উল্লেখ্য, ভুয়ো কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র। প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো নিউটাউন থানার পুলিশ। গ্রেফতার ৭ জন ভিন রাজ্যের বাসিন্দা। ১১ টা মোবাইল, ১টা ল্যাপটপ ও বেশকিছু ভুয়ো ডকুমেন্ট। পুলিশ সূত্রে খবর, গতকাল নিউ টাউন থানার টহলদারি পুলিশের কাছে খবর আসে নিউটাউন সি.ডি. ব্লকের ১০৩ নাম্বার বাড়িতে প্রচুর বহিরাবতীদের আনাগোনা চলছে বেশ কিছুদিন ধরে।