পারিবারিক অশান্তি জেরে নিজের আড়াই মাসের পুত্র সন্তান কে মাটিতে আছাড় মেরে খুন করলো বাবাl বৃহস্পতিবার সন্ধ্যেই মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার টামনা থানার ডুরকু গ্রাম l জানা গিয়েছে গত দেড় বছর আগে পুরুলিয়ার টামনা ডুরকু গ্রাম বাসিন্দা সাগর রুইদাসের সঙ্গে বলরামপুর থানার অন্তর্গত ছোট গাদো গ্রামের বাসিন্দা নীহারি রুইদাস বিয়ে হয় l তাঁদের আড়াই মাসের একটি পুত্র সন্তান ছিলো l মিহারী বাপের বাড়ি সদস্য দের অভিযোগ বিয়ে পর থেকে জামাই সাগর রুহিদাস মানসিক ও শারীরিক নির্যাতন করতো মেয় মিহারী কে l এমন কি ঠিক মত খেতে পড়তে দিতো না l
সম্প্রতি সেই নির্যাতন আরো বেড়ে যায় l তাই মেয়েকে বাড়ি নিয়ে আসার সিধান্ত নেয় বাপের বাড়ি লোকজন l সেই মত বৃহস্পতিবার পুরুলিয়ার টামনা ডুরকু গ্রাম মেয়ে কে আনতে শ্বশুর বাড়ি জানা তাঁরা l এর পরেই জামাই সাগর রুহিদাসের সঙ্গে তুমুল বচসা শুরু হয় তাঁদের সঙ্গে l অভিযোগ এর পরেই জামাই সাগর রুহিদাস মেয়ে মিহারী কোলে থাকা দেড় বছরের পুত্র সন্তান কে কেড়ে মাটিতে আছাড় মারে l গুরুতর জখম ওই পুত্র সন্তান কে পুরুলিয়া দেবেন মাহাতো গরমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক ওই শিশু কে মৃত ঘোষণা করে l ঘটনা পর থেকে পলাতক বাবা সাগর রুহি দাস l
আরও পড়ুন – গত এক সপ্তাহের বর্ষায় ফুলেঁ ফেপে উঠেছে তিস্তা
উল্লেখ্য, পারিবারিক অশান্তি জেরে নিজের আড়াই মাসের পুত্র সন্তান কে মাটিতে আছাড় মেরে খুন করলো বাবাl বৃহস্পতিবার সন্ধ্যেই মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার টামনা থানার ডুরকু গ্রাম l জানা গিয়েছে গত দেড় বছর আগে পুরুলিয়ার টামনা ডুরকু গ্রাম বাসিন্দা সাগর রুইদাসের সঙ্গে বলরামপুর থানার অন্তর্গত ছোট গাদো গ্রামের বাসিন্দা নীহারি রুইদাস বিয়ে হয় l তাঁদের আড়াই মাসের একটি পুত্র সন্তান ছিলো l মিহারী বাপের বাড়ি সদস্য দের অভিযোগ বিয়ে পর থেকে জামাই সাগর রুহিদাস মানসিক ও শারীরিক নির্যাতন করতো মেয় মিহারী কে l এমন কি ঠিক মত খেতে পড়তে দিতো না l