দক্ষিণ দিনাজপুরের তপনে উদযাপিত বিশ্ব আদিবাসী দিবস। পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দক্ষিণ দিনাজপুরের তপনে উদযাপিত হল বিশ্ব আদিবাসী দিবস। উল্লেখ যে ১৯৮৩ সালে প্রথম জাতিপুঞ্জের কাছে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে আদিবাসী মানুষদের উন্নয়নের দাবী তুলে ধরবার একটা চেষ্টা হয়েছিল এবং ১৯৯৩ সালে জাতিপুঞ্জের পক্ষ থেকে প্রথম একটা প্রস্তাব গৃহীত হয় ও ১৯৯৪ সালে ৯-ই আগস্ট দিনটিকে বিশ্ব আদিবাসী দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।
৯-ই আগস্ট তপনের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত বিশ্ব আদিবাসী দিবস উদ্যাপনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। উপস্থিত ছিলেন ম্যাকিণটোর্স বার্ণ লিমিটেডের চেয়ারম্যান শংকর চক্রবর্তী, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, বালুরঘাটের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সন্তোষ হাসদা সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিকবৃন্দ।
দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সন্তোষ হাসদা অনুষ্ঠানে উপস্থিত আদিবাসীদের উদ্দেশ্যে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়-এর উপর ভরসা রাখুন, আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ম্যাকিণটোর্স বার্ণ লিমিটেডের চেয়ারম্যান শংকর চক্রবর্তী বলেন ২০১১ সালে আমাদের মুখ্যমন্ত্রী বাংলার দায়িত্ব নিয়ে আদিবাসী সমাজের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প গ্রহণ করেন। ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন গোটা বিশ্ব যখন আদিবাসীদের কথা ভাবেনি সেই সময় আমাদের দেশের সংবিধান প্রণেতারা আসিবাসীদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য আদিবাসীদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছে।



















