ফেসবুকে মুখ্যমন্ত্রী সম্পের্ক আপত্তিকর ভিডিও শেয়ার করার অভিযোগে গ্রেপ্তার এক যুবক

ফেসবুকে মুখ্যমন্ত্রী সম্পের্ক আপত্তিকর ভিডিও শেয়ার করার অভিযোগে গ্রেপ্তার এক যুবক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফেসবুকে মুখ্যমন্ত্রী সম্পের্ক আপত্তিকর ভিডিও শেয়ার করার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। ফেসবুকে মুখ্যমন্ত্রী সম্পের্ক আপত্তিকর ভিডিও শেয়ার করার অভিযোগে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম বিজয় মণ্ডল ওরফে মল্লিক। দেওয়ানদিঘি থানার কুড়মুনে তার বাড়ি। মঙ্গলবার সকালে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, মুখ্যমন্ত্রীর সম্পের্ক একটি কুরুচিকর ভিডিও পোস্ট করে বিজয়। এনিয়ে স্থানীয় বাসিন্দা বাপন মল্লিক থানায় অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগ পেয়ে মামলা রুজু করে থানা। বাপনের অভিযোগ, এ ধরণের কুরুচিকর পোস্টের ফলে মুখ্যমন্ত্রীর সম্মানহানি হয়েছে। এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তদন্তে নেমে পুলিস পোস্টের স্ক্রিন শট সংগ্রহ করে। দেওয়ানদিঘি থানার হোমগার্ড তুহিন গুপ্তর মোবাইল থেকে সাইবার থানার সাহায্যে ফেসবুক থেকে পোস্টের ভিডিও সংগ্রহ করা হয়।

আরও পড়ুন – জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন

এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতের মোবাইল উদ্ধার করতে এবং তদন্তের প্রয়োজনে ধৃতকে ৪ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতের আইনজীবী জয়দীপ চক্রবর্তী জামিনের সওয়ালে বলেন, বিতির্কত ভিডিওটি ধৃত তৈরি করেনি। সে কেবলমাত্র পোস্টটি শেয়ার করেছে। নিয়ম অনুযায়ী গ্রেপ্তারের আগে ধৃতকে ৪১(এ) সিআরপিসি-তে নোটিশ দেওয়া উচিত ছিল পুলিসের। কিন্তু, ধৃত নোটিশ নিতে অস্বীকার করেছে বলে পুলিস জানিয়েছে।

 

যদিও, নোটিশ নিতে অস্বীকার করার বিষয়ে কোনও তথ্য, প্রমাণ পুলিসের হাতে নেই। এরপরই ভারপ্রাপ্ত সিজেএম শুক্তি তপস্বী তদন্তকারী অফিসারের কাছে কেস ডায়েরি তলব করেন। তা পেশ করতে না পারায় তদন্তকারী অফিসারের কাছে সোমবার মামলা শুরুর পর মঙ্গলবার সকালে গ্রেপ্তারির বিষয়ে জানতে চান। তদন্তকারী অফিসারের ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে পুলিসি হেফাজতের আবেদন খারিজ করে দেন ভারপ্রাপ্ত সিজেএম। তদন্তকারী অফিসারের কাছে সপ্তাহে ২ দিনের হাজিরা, তথ্য প্রমাণ নষ্ট ও সাক্ষীদের ভীতি প্রদর্শন না করা এবং দেওয়ানদিঘি থানা এলাকা না ছাড়ার শর্তে ধৃতের জামিন মঞ্জুর করেন বিচারক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top