আদিবাসী দিবস থেকে মহরম দিনভর জনসংযোগে তৃনমূল নেতৃত্বরা। শহর জুড়ে মহরমের যাত্রা পথে ঠান্ডা পানীয় বিতরণ করলেন দলীয় কর্মীরা। আদিবাসীদের সঙ্গে লোকনৃত্যে সামিল হলেন জেলা তৃনমূল সভানেত্রী পাপিয়া ঘোষ। মঙ্গলবার উৎসবের দিনে সাত সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৯ইআগস্ট মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের তরফে ভারত ছাড়ো আন্দোলন দিবসকে স্মরণ করা হয়।
শিলিগুড়ি থানা লাগোয়া এলাকায় থাকা শহরের প্রাচীনতম শহীদ বেদীর স্থানে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের পরই শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান শহরের প্রচীন তম এই শহীদ বেদিটিকে পুরনিগমের তরফে সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ করে পুনঃসংস্কার করা হবে। এরপরই শিলিগুড়ি মহকুমার আদিবাসী অধ্যুষিত এলাকা গুলিতে আদিবাসী দিবস পালন করা হয়।
শিলিগুড়ির নকশালবাড়ি ব্লক আদিবাসী সমুদয়ের মানুষের আদি বাসস্থান। নকশালবাড়ির কমিউনিটি হলে এদিন তাই সাড়ম্বরের সঙ্গে পালিত হয় আদিবাসী দিবস। দার্জিলিং জেলা তৃনমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ সেখানে সামিল হন। আদিবাসী মহিলাদের সঙ্গে লোকনৃত্যের ছন্দে পা মেলান পাপিয়া দেবী। সভানেত্রী নশালবাড়ি কমিউনিটি হলের অনুষ্ঠানের পর মাটিগাড়া ব্লকে আদিবাসী জনজাতির অনুষ্ঠানে সামিল হন তিনি। ব্লক ভিত্তিক আদিবাসী দিবস পালন করা ঘাস ফুল শিবিরের তরফে। অন্যদিকে বিকেল হতেই মহরমের তাজিয়া নিয়ে যাত্রায় সামিল হন তৃনমূল নেতৃত্বরা।
আরও পড়ুন – জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন
শিলিগুড়ি শহর জুড়ে বিভিন্ন জায়গায় তাজিয়া নিয়ে পথে সামিল পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় জল ও সরবত বিতরণ করেন দলীয় কর্মীরা। দার্জিলিং জেলা তৃনমূল সভানেত্রী পাপীয়া ঘোষ বলেন মুখ্যমন্ত্রী ৯ই আগস্ট থেকে ২২শে আগস্ট পর্যন্ত মানুষকে সঙ্গে দিয়ে জনগনের সামিলে বিভিন্ন কর্মসূচি নির্ধারণ করে দিয়েছেন। সেমত১৪ই আগস্ট মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলন থেকে আগামী ২২তারিখ হেরিটেজ মুকুট প্রাপ্ত বাংলার দুর্গোৎসবকে সামনে রেখে চমকপ্রদ ভাবে তৃণমূলের তরফে অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে বলে জানান পাপিয়া দেবী। তিনি বলেন সকাল থেকে আদিবাসী মানুষদের দিবস উদযাপন করে ব্লকে ব্লকে মহরমের অনুষ্ঠানে যোগ দিয়ে চলেছি। উৎসবের আসল অর্থই হল মানুষের পাশে থাকা ও জনসংযোগ গড়ে তোলা।