এক মাস তিন দিন পর পরিবারকে ফিরে পেল উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা বৃদ্ধা মা

এক মাস তিন দিন পর পরিবারকে ফিরে পেল উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা বৃদ্ধা মা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

এক মাস তিন দিন পর পরিবারকে ফিরে পেল উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা বৃদ্ধা মা । গত মাসের ১৪ তারিখ হাবরার রুদ্রপুর মোড় এলাকা থেকে অজ্ঞাত পরিচয় বছর সত্তরের এক মহিলাকে উদ্ধার করে হাবড়া থানা। এরপর তার ঠাঁই হয় হাবড়া পুরসভার বিবেকানন্দ ভবনে ।যেখানে ভবঘুরে ও ঠিকানা হীন এরকম বেশ কিছু লোকের থাকা খাওয়ার ব্যবস্থা করে পুরসভা।

 

সম্প্রতি এই ভবঘুরে আবাসনে খাবার দিতে এসে এক ব্যক্তির বিষয়টি নজরে আসে। তিনি বৃদ্ধার ছবি ও ভিডিও তুলে পাঠান হ্যাম ভিডিওর কাছে। বৃদ্ধা তার যতটা ঠিকানা বলতে পেরেছে সেভাবে সম্ভাব্য স্থানে খোঁজখবর শুরু হয়। পরে তার ঠিকানা নিশ্চিত হয়ে মহিলার পরিবারের নিকটবর্তী থানায় খবর যায় এবং মহিলার পরিবার তাকে চিনতে পারে। বুধবার দুপুরে মহিলার ছেলে ও এক আত্মীয় হাবরায় তাকে নিতে আসেন।

আরও পড়ুন – কুমিরের আক্রমণে মৃত্যু এক মৎস্যজীবীর

প্রায় এক মাস তিন দিন বাদে মাকে কাছে পেয়ে খুশি ছেলে। পরিবার জানিয়েছে আসমা ক্রুয়েসি নামে ওই মহিলা উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাড়ি থেকে গত মাসের ৭ তারিখ নিখোঁজ হয়ে যায় । তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুদিন আগে স্থানীয় থানার তরফে আসমার পরিবারকে তার পাওয়ার বিষয়ে খবর দেওয়া হয়। এদিন বৃদ্ধার ছেলে মোহাম্মদ শাহাদাত ক্রুয়েশী এবং এক আত্মীয় তাকে নিতে আসেন। বৃদ্ধার ছেলে জানালেন এর আগেও তার মা একাধিকবার নিখোঁজ হয়ে নিজেই ফিরে এসেছেন তাই এবার আর থানায় কোন ডায়েরি করা হয়নি।

 

উল্লেখ্য,এক মাস তিন দিন পর পরিবারকে ফিরে পেল উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা বৃদ্ধা মা । গত মাসের ১৪ তারিখ হাবরার রুদ্রপুর মোড় এলাকা থেকে অজ্ঞাত পরিচয় বছর সত্তরের এক মহিলাকে উদ্ধার করে হাবড়া থানা। এরপর তার ঠাঁই হয় হাবড়া পুরসভার বিবেকানন্দ ভবনে । যেখানে ভবঘুরে ও ঠিকানা হীন এরকম বেশ কিছু লোকের থাকা খাওয়ার ব্যবস্থা করে পুরসভা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top