বাঁকুড়ায় প্রধানের বিরুদ্ধে ‘দূর্ণীতি’র অভিযোগ তুলে তদন্তের দাবিতে পোষ্টার

বাঁকুড়ায় প্রধানের বিরুদ্ধে ‘দূর্ণীতি’র অভিযোগ তুলে তদন্তের দাবিতে পোষ্টার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শিক্ষক নিয়োগে দূর্ণীতির অভিযোগে শাসক দল যখন জর্জরিত, ঠিক তখনই প্রধানের বিরুদ্ধে ‘দূর্ণীতি’র অভিযোগ তুলে তা তদন্তের দাবিতে পোষ্টার পড়লো বাঁকুড়ার বড়জোড়ার গদারডিহি গ্রাম পঞ্চায়েতের বাঁধকানা মোড়ে। সাদা কাগজের উপর ‘সাধারণ জনগণে’র তরফে ঐ পোষ্টারে লেখা হয়েছে, ‘গদারডিহি অঞ্চলের লক্ষ লক্ষ চুরি করেছে বাগান চুরি পুকুর চুরি গরীবের টাকা চুরি করা প্রধানের বিরুদ্ধে তদন্ত হোক’। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা ‘সাধারণ জনগণে’র নামে এই পোষ্টার লাগালো বিষয়টি স্পষ্ট নয় কারো কাছেই।

 

তবে প্রধানের বিরুদ্ধে পোষ্টার লাগানোর বিষয়টিতে সমর্থণ রয়েছে স্থানীয়দের একাংশের। স্থানীয় এক মহিলা বলেন, আরো পোষ্টার পড়ুক। আমরা কাজ পাইনা। আবার অনেক সময় কাজ করেও বেতন মেলেনা। ‘চুরি’র অভিযোগ তুলে তিনি পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেন।

প্রধান ময়না রায়ের দাবি, বদনাম করার জন্য রাতের অন্ধকারে বিজেপি এই সব পোষ্টার দিচ্ছে। ‘সাহস’ থাকলে অফিসে এসে অভিযোগ জানানোর কথা বলেন তিনি।

 

বড়জোড়া বিজেপির মণ্ডল-২ সভাপতি গৌতম মণ্ডলের দাবি তৃণমূলের উপর থেকে নিচতলার সব নেতাই ‘চোর’। এই এলাকাও তার ব্যতিক্রম নয়। তারা রাতের অন্ধকারে পোষ্টার দেয়না। মানুষ আজ সব বুঝেছে। তারা শাসক দলের বিরুদ্ধে লড়াইয়ে আছেন বলেই তিনি জানান।

আরও পড়ুন – কুমিরের আক্রমণে মৃত্যু এক মৎস্যজীবীর

উল্লেখ্য, শিক্ষক নিয়োগে দূর্ণীতির অভিযোগে শাসক দল যখন জর্জরিত, ঠিক তখনই প্রধানের বিরুদ্ধে ‘দূর্ণীতি’র অভিযোগ তুলে তা তদন্তের দাবিতে পোষ্টার পড়লো বাঁকুড়ার বড়জোড়ার গদারডিহি গ্রাম পঞ্চায়েতের বাঁধকানা মোড়ে। সাদা কাগজের উপর ‘সাধারণ জনগণে’র তরফে ঐ পোষ্টারে লেখা হয়েছে, ‘গদারডিহি অঞ্চলের লক্ষ লক্ষ চুরি করেছে বাগান চুরি পুকুর চুরি গরীবের টাকা চুরি করা প্রধানের বিরুদ্ধে তদন্ত হোক’। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা ‘সাধারণ জনগণে’র নামে এই পোষ্টার লাগালো বিষয়টি স্পষ্ট নয় কারো কাছেই।

 

তবে প্রধানের বিরুদ্ধে পোষ্টার লাগানোর বিষয়টিতে সমর্থণ রয়েছে স্থানীয়দের একাংশের। স্থানীয় এক মহিলা বলেন, আরো পোষ্টার পড়ুক। আমরা কাজ পাইনা। আবার অনেক সময় কাজ করেও বেতন মেলেনা। ‘চুরি’র অভিযোগ তুলে তিনি পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেন। প্রধান ময়না রায়ের দাবি, বদনাম করার জন্য রাতের অন্ধকারে বিজেপি এই সব পোষ্টার দিচ্ছে। ‘সাহস’ থাকলে অফিসে এসে অভিযোগ জানানোর কথা বলেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top