প্রাথমিক শিক্ষিকাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল যুব কংগ্রেস মাথাভাঙ্গা ১-এর ব্লক সভাপতি। প্রাথমিক শিক্ষিকাকে অপহরণের অভিযোগ। শিলিগুড়ির একটি হোটেল থেকে শুক্রবার গ্রেপ্তার করা হল তৃণমূল যুব কংগ্রেস মাথাভাঙ্গা ১-এর ব্লক সভাপতি কামাল হোসেনকে।
মাথাভাঙ্গা ১ এর জোরপাটকির বাসিন্দা পেশায় প্রাথমিক শিক্ষিকা গত ২৫ জুলাই খাটেরবাড়ি দেশবন্ধু চতুর্থ পর্যায় প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে আর বাড়ি ফেরেননি। গত ২৬ জুলাই মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই স্কুল শিক্ষিকার মা। অপহৃতা শিক্ষিকা উদ্ধার না হওয়ায় গত ১০ অগাস্ট ফের মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিক্ষিকার বাবা।
আরও পড়ুন – তৃনমূল নেতা- মন্ত্রীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজেপির বিক্ষোভ মিছিল
পুলিশের কাছে লিখিত অভিযোগে অপহরণকারীর নাম উল্লেখ না করলেও তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এবং দলের জেলা কমিটির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের কাছে গত ১৪ অগাস্ট লিখিত অভিযোগপত্রে জানান, তাঁর মেয়েকে কামাল হোসেন অপহরণ করেছেন। যদিও কি কারণে অপহরণ তা স্পষ্ট করে জানাননি তিনি। মাথাভাঙ্গার অ্যাডিশনাল এসপি অমিত ভার্মা এদিন মাথাভাঙ্গা থানায় সাংবাদিক সম্মেলনে জানান, গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি থেকে অপহৃতাকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত কামাল হোসেনকে।
এই বিষয়ে কামাল হোসেনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘পরে বলছি।’ ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রজু করা হয়েছে। ধৃতকে এদিন মাথাভাঙ্গা আদালতে তোলা হয়। এদিকে এই ঘটনায় অস্বস্তিতে রয়েছে দলীয় নেতৃত্ব। দলের কোচবিহার জেলা কমিটির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, ‘এই বিষয়ে এদিন কোচবিহারে দলের জরুরি বৈঠক রয়েছে।’ সবমিলিয়ে গোটা ঘটনা এটি মধ্যেই তদন্ত করা হচ্ছে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।