পীযুষকান্তি মুখার্জি কলেজে ফেয়ারওয়েল অনুষ্ঠান অনুষ্ঠিত হলো । শনিবার মহাবিদ্যালয়ের প্রাক্তনীদেরকে নিয়ে ওই অনুষ্ঠান করা হয় বলে কলেজ সূত্রে জানা গিয়েছে । কলেজের অধ্যাপক-অধ্যাপিকা সহ অনেকেই এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, আলিপুরদুয়ার -১ নং ব্লকের চকোয়াখেতি গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত সোনাপুর পীযুষকান্তি মুখার্জি কলেজটি ২০১৫ সালে পথচলা শুরু করে । ২০১৮ সালে কলেজের নতুন ব্যাচের চূড়ান্ত বর্ষের পাঠক্রম শেষ হয় । পরবর্তীতে করোনা পরিস্থিতির কারণে প্রাক্তনীদের ফেয়ারওয়েল অনুষ্ঠান করানো সম্ভব হয়নি । ইতিমধ্যেই দুটি ব্যাচের পড়ুয়ারা তাদের স্নাতকস্তরের ডিগ্রিকোর্স সম্পূর্ণ করেছে । এদিন মূলত তাদেরকে সংবর্ধনা দিতেই কলেজ কর্তৃপক্ষ এবং টিএমসিপি ইউনিটের যৌথ উদ্যোগে কলেজ ক্যাম্পাসে একটি ফেয়ারওয়েল অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
আরও পড়ুন – ২ বছর হলেও এগোয়নি কাজ! চলছে ঝুঁকিপূর্ণ পারাপার চন্দ্রকোনায়
উক্ত অনুষ্ঠানে কলেজের প্রাক্তনীরা কলেজের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত ব্যক্ত করে। পাশাপাশি অধ্যাপক-অধ্যাপিকারাও বিভিন্ন বিষয় ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরেন । এদিন ওই অনুষ্ঠানে আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে, ছাড়াও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অর্ণব বন্দ্যোপাধ্যায়, দীপক রায়, কলেজের টিএমসিপি ইউনিটের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন ।
অর্ণববাবু বলেন, বিভিন্ন কারণে এতদিন এই অনুষ্ঠান করা যায়নি । ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে এই অনুষ্ঠান করানোর প্রস্তাব আমাদের দেওয়া হয়েছিল । আগামীতেও এই অনুষ্ঠান করা হবে । প্রত্যেক প্রাক্তনীদের হাতে এদিন কলম তুলে দেওয়া হয়েছে বলে কলেজ মারফত জানা গিয়েছে । টিএমসিপি ইউনিটের তরফে সমর রায়, রাজু রায়, শুভ সাহা প্রমুখেরাও এদিন উপস্থিত ছিলেন।