১৯৬৭সালে মহানন্দা নদীর উপর তৈরী হয়েছিল মহানন্দা সেতু। ৩৪নং জাতীয় সড়কের উপর এই সেতুটি। উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগে একমাত্র সেতু এটি।
ইংরেজবাজার ও পুরাতন মালদার পুরসভার মধ্য দিয়ে বয়ে চলা মহানন্দা নদীতে এই সেতুটি। দীর্ঘ ৫০বছরে সেতুটির কংক্রিটের পাঁজরে ফাটল দেখা দিয়েছে। ক্ষয় হয়েছে পিলারের মাটিও। তবুও সেতুটি মেরামতির কোন ব্যবস্থা নেয় নি জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সেতুটির মাঝে রাস্তা বরাবর ফাটল। ফাটল সেতুটির মুখে।সেতুটির রেলিং এর একাংশ বসেও গেছে। প্রতিদিন এই সেতুর উপর দিয়ে কয়েক হাজার পণ্যবাহী যান চলাচল করে। চলাচল করে কয়েকশ যাত্রীবাহী বাস। সাধারণ মানুষেরা জানান বিপদ নিয়ে এই সেতু দিয়ে পারাপার করতে হয় তাদের। কোন রকম সংস্কার হয় নি। জাতীয় সড়ক কর্তৃপক্ষ উদাসীন। এই বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষও ক্যামেরার সামনে বা সেতু নিয়ে কোন প্রতিক্রিয়া দিতে নারাজ।অন্যদিকে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক নীহার রঞ্জন ঘোষ সেতু নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে বেজায় ক্ষুব্ধ। তিনি জানান জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ব্রীজ সংস্কারের দাবী জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। ১৫দিনের মধ্যে কোন ব্যবস্থা না নিলে পথে নামবেন তিনি। তিনি বলেন সাধারণ চোখে দেখলেই বোঝা যায় সেতুটি অবস্থা সঙ্কটজনক। যে কোন সময় বড় দূঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই অতি শ্রীঘ্র মেরামতি প্রয়োজন।
সঙ্কটজনক অবস্থায় মালদার মহানন্দা সেতু
সঙ্কটজনক অবস্থায় মালদার মহানন্দা সেতু
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram