শাসক দলের ট্রেড ইউনিয়ন ই মানছে না মুখ্যমন্ত্রীর ঘোষিত শ্রমিক নিতি

শাসক দলের ট্রেড ইউনিয়ন ই মানছে না মুখ্যমন্ত্রীর ঘোষিত শ্রমিক নিতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শাসক দলের ট্রেড ইউনিয়ন ই মানছে না মুখ্যমন্ত্রীর ঘোষিত শ্রমিক নিতি, মালিকেরা দিতে চাইলেও মাঝ পথে লুট হচ্ছে শ্রমিকদের বোনাসের টাকা। চঞ্চল্যকর অভিযোগ তুলে ডেপুটি লেবার কমিশনার অফিস অভিযান সিটুর। সোমবার ক্ষুদ্র চা বাগান এবং বোটলিফ কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবিদাবা এবং শ্রমিকদের ন্যায্যে পাওনা মাঝ পথে শাসক দলের মদতপুস্ট কিছু ট্রেড ইউনিয়ন নেতা দারা এক প্রকার লুট করে নেবার বিরুদ্ধে এক অভিযান কর্মসূচী পালন করে জলপাইগুড়ি শহরে কদমতলা স্থিত ডেপুটি লেবার কমিশনার কার্যালয়ে।

 

এই আন্দোলনের নেতৃত্ব দেন সি পি আই এম দলের শ্রমিক সংগঠনের প্রবীণ নেতা জিয়াউর আলম। তিনি এক চঞ্চল্যকর অভিযোগ করে বলেন, আগে ভাবা হতো মালিক পক্ষ শ্রমিকদের ঠকাছে, কিন্তু এখন দেখা যাচ্ছে মালিক পক্ষ শ্রমিকদের দিতে চাইলেও সেই টাকা মাঝ পথে শাসক দলের কিছু ট্রেড ইউনিয়ন নেতারা লুট করে নিচ্ছে। এই জিনিস আগে কেউই ভাবতেই পারেনি।

আরও পড়ুন – চা বাগান এলাকায় আদিবাসীদের বিভিন্ন , সমস্যা নিয়ে , পায়ে হেঁটে দিল্লী রওনা হলেন , ডুয়ার্সের দুই যুবক

উল্লেখ্য, শাসক দলের ট্রেড ইউনিয়ন ই মানছে না মুখ্যমন্ত্রীর ঘোষিত শ্রমিক নিতি, মালিকেরা দিতে চাইলেও মাঝ পথে লুট হচ্ছে শ্রমিকদের বোনাসের টাকা। চঞ্চল্যকর অভিযোগ তুলে ডেপুটি লেবার কমিশনার অফিস অভিযান সিটুর। সোমবার ক্ষুদ্র চা বাগান এবং বোটলিফ কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবিদাবা এবং শ্রমিকদের ন্যায্যে পাওনা মাঝ পথে শাসক দলের মদতপুস্ট কিছু ট্রেড ইউনিয়ন নেতা দারা এক প্রকার লুট করে নেবার বিরুদ্ধে এক অভিযান কর্মসূচী পালন করে জলপাইগুড়ি শহরে কদমতলা স্থিত ডেপুটি লেবার কমিশনার কার্যালয়ে।

 

এই আন্দোলনের নেতৃত্ব দেন সি পি আই এম দলের শ্রমিক সংগঠনের প্রবীণ নেতা জিয়াউর আলম। তিনি এক চঞ্চল্যকর অভিযোগ করে বলেন, আগে ভাবা হতো মালিক পক্ষ শ্রমিকদের ঠকাছে, কিন্তু এখন দেখা যাচ্ছে মালিক পক্ষ শ্রমিকদের দিতে চাইলেও সেই টাকা মাঝ পথে শাসক দলের কিছু ট্রেড ইউনিয়ন নেতারা লুট করে নিচ্ছে। এই জিনিস আগে কেউই ভাবতেই পারেনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top