বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য তৈরী পোশাক বিতরণ শুরু হল দক্ষিণ দিনাজপুর জেলায়। মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা নিজে বালুরঘাট বি.এম হাই স্কুলের ছাত্র ছাত্রীদের হাতে স্কুল ইউনিফর্ম তুলে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে কার্যত পোশাক বিতরণের সূচনা করেন। অপরদিকে বালুরঘাট হাই স্কুলের ছাত্র হাতে এদিন স্কুল ইউনিফর্ম তুলে দিতে এদিন উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য মহেশ পারাখ এবং বিপুল কান্তি ঘোষ।
বালুরঘাট পৌরসভা সূত্রে জানা গেছে তারা ৯৯৬৬ জন ছাত্র ছাত্রীর হাতে স্কুল ইউনিফর্ম তুলে দেবেন ধাপে ধাপে। যার মধ্যে ৪৬৬৯ জন ছাত্রী এবং ৫২৯৭ জন ছাত্র রয়েছে। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন ৯৯৬৬ জন ছাত্র ছাত্রীর পোশাক তৈরীর কাজে ১টি মহাসংঘ, ১৯টি সংঘ, ২৬৭টি গোষ্ঠী ৫১২ জন মহিলা যুক্ত ছিল। অপরদিকে দক্ষিণ দিনাজপুর জেলাব্যাপী পরিসংখ্যানের দিকে চোখ রাখলে দেখা যাবে জেলার মহিলাদের একটা ব্যাপক অংশ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের স্কুল ইউনিফর্ম তৈরীর কাজে যুক্ত ছিল।
দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন জেলার প্রায় ২ লক্ষ ২৫ হাজার ছাত্র ছাত্রীদের জন্য ২টি করে সেট অর্থাৎ সাড়ে চার লক্ষ পোশাক তৈরীর কাজে ৫০০০-এর অধিক মহিলা যুক্ত। তিনি জানিয়েছেন রাজ্য সরকারের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রায় ৩ মাস ধরে ছাত্র ছাত্রীদের স্কুল ইউনিফর্ম তৈরীর কাজ করে আসছিলেন। জানা গেছে জেলার ২ লক্ষ ২৫ হাজার ছাত্র ছাত্রীদের জন্য ১ সেট করে পোশাক ইতিমধ্যেই তৈরী হয়ে গেছে এবং বাকি ১ সেট করে পোশাক তৈরীর কাজ প্রায় ৯০ শতাংশ কমপ্লিট-ও।
এও জানা গেছে বাকি থাকা ঐ ১০ শতাংশ পোশাক তৈরীর কাজ বর্তমানে জোরকদমে চলছে৷ জেলা শাসক বিজিন কৃষ্ণা বলেন যে যে স্কুলের স্কুল ইউনিফর্ম তৈরীর কাজ কমপ্লিট হয়েছে সেই সেই স্কুলে বিতরণ শুরু করে দিলাম, আজ থেকে জেলা জুড়ে বিতরণ শুরু হলো, বিতরণ করতে প্রায় সপ্তাহখানেক সময় লাগবে। তিনি বলেন যে যে স্কুলে ২টি সেট তৈরীর কাজ হয়ে গেছে সেই সমস্ত স্কুলে ২টি সেট পোশাকই দিয়ে দেওয়া হচ্ছে।