দক্ষিণ দিনাজপুর জেলার বাল্যবিবাহ সমস্যাকেন্দ্রিক এলাকায় ঘুরবে প্রচার ট্যাবলো। দক্ষিণ দিনাজপুর জেলায় বাল্যবিবাহ সমস্যার প্রতিরোধে ফের তৎপর দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। বাল্য বিবাহ বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে এবার সমস্যাকেন্দ্রিক এলাকায় ঘুরবে জেলা প্রশাসনের প্রচার চ্যাবলো।
বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলা সমাহর্তালয় চত্বর থেকে সবুজ পতাকা নেড়ে এই প্রচ্যার ট্যাবলোর উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা। উপস্থিত ছিলেন জেলার সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক মাখিয়াস লেপচা। উল্লেখ যে দক্ষিণ দিনাজপুর জেলায় পুরোপুরি বাল্যবিবাহ বন্ধের উদ্দেশ্যে জেলা প্রশাসনের এই তৎপরতা নতুন নয়।
এর পূর্বে দক্ষিণ দিনাজপুর জেলার পূর্ববর্তী জেলা শাসক আয়েশা রানি এ জেলায় বাল্য বিবাহ পুরোপুরি বন্ধের উদ্দেশ্যে জনমানসে সচেতনতা গড়তে মানব বন্ধন কর্মসূচী গ্রহণ করেছিলেন এবং প্রশাসন তার কড়া অবস্থানের কথা জানিয়েছিল। যদিও তারপরে মাঝে জেলার একাধিক জায়গায় ফের বাল্যবিবাহ সমস্যা মাথাচাড়া দিয়ে বর্তমানে উঠেছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।
সমস্যা বাড়তেই বাল্যবিবাহ পুরোপুরি বন্ধে ফের তৎপরতা দেখিয়ে প্রশাসন প্রচার অভিযানে নামল এদিনের এই প্রচার ট্যাবলোর উদ্বোধনের মধ্য দিয়ে। দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন এই সমস্যা একদিনে মিটবে না এটি ধারাবাহিকভাবে বিভিন্ন মাধ্যমে যেমন কন্যাশ্রী ভিলেজ লেবেল চাইল্ড প্রোটেকশন কমিটি প্রভৃতির মাধ্যমে সমস্যা পুরোপুরি মেটানোর উদ্যোগ তারা নেবেন। জেলা শাসক বলেন তারা ছোট ছোট ধাপে সমস্যা মেটানোর দিকে এগোচ্ছেন।
আরও পড়ুন – সিমেন্ট ও তুষের বস্তার নিচে অবৈধ সেগুন কাঠ পাচারের চেষ্টা,গ্রেপ্তার ৫
উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার বাল্যবিবাহ সমস্যাকেন্দ্রিক এলাকায় ঘুরবে প্রচার ট্যাবলো। দক্ষিণ দিনাজপুর জেলায় বাল্যবিবাহ সমস্যার প্রতিরোধে ফের তৎপর দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। বাল্য বিবাহ বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে এবার সমস্যাকেন্দ্রিক এলাকায় ঘুরবে জেলা প্রশাসনের প্রচার চ্যাবলো। বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলা সমাহর্তালয় চত্বর থেকে সবুজ পতাকা নেড়ে এই প্রচ্যার ট্যাবলোর উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা। উপস্থিত ছিলেন জেলার সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক মাখিয়াস লেপচা। উল্লেখ যে দক্ষিণ দিনাজপুর জেলায় পুরোপুরি বাল্যবিবাহ বন্ধের উদ্দেশ্যে জেলা প্রশাসনের এই তৎপরতা নতুন নয়।