নিজের মেয়ে নাতনির ওপরে এসিড ছুড়ে মারলো নিজেরই মা বাবা সঙ্গে বাদ গেল না নিজেদের নাতনও। আশঙ্কাজনক অবস্থায় পূর্ব মা মেয়ে তমলুকের জেলা হাসপাতালে ভর্তি । পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার চকশ্রীকৃষ্ণপুর এলাকার ঘটনা। জানা গেছে পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সামন্তের স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে তমলুক থানার কুলবেড়িয়া এলাকায় শশুর বাড়ির কিছুটা দূরে অন্য লোকের বাড়িতে ভাড়ায় থাকতেন। বিশ্বজিৎ বাবুর নিমতৌড়ি এলাকায় একটি চায়ের দোকান রয়েছে।
গতকাল বিশ্বজিৎ বাবুর স্ত্রী ও তিন বৎসরের শিশুকন্যা বিশ্বজিৎ বাবুর শ্বশুরবাড়ি চকশ্রীকৃষ্ণপুর এলাকায় ফুল তুলতে যান, তমলুক বর্গভীমা মন্দিরে পূজো দিতে আসবেন বলে। দীর্ঘদিন ধরে বিশ্বজিৎ বাবুর স্ত্রী মৌমিতা মন্ডল সামন্তর সাথে নিজের ই বাবা মায়ের জায়গা সম্পত্তি কে কেন্দ্র করে গন্ডগোল চলছিল। গতকাল ফুল তুলতে গেলে হটাৎই শ্বশুরবাড়ির লোকজন তাদের ই মেয়ে ও নাতনির ওপর চড়াও হয়।
আরও পড়ুন – ফের আদিবাসীদের দৃষ্টি আর্কষন বিজেপির, এবার আদিবাসী গৃহে মধ্যাহ্নভোজন সৌমিত্র লকেটের
মৌমিতা দেবীর মা সন্ধ্যারানী সামন্ত ও বাবা রামপ্রসাদ সামন্ত এসিড এর বোতল নিয়ে শিশুকন্যার ওপর এটাক করে। বাধা দিতে এলে মৌমিতাদেবীর ও আক্রান্ত হন। কোনরকমে দুজন আশঙ্কাজনক অবস্থায় পালিয়ে এসে বিশ্বজিৎ বাবুর চা দোকানে আসেন। দুজনকেই দ্রুত পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তমলুক থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিস তদন্ত শুরু করেছে। তবে আক্রান্তের বাবা এই অভিযোগ অস্বীকার করেছে।
উল্লেখ্য, নিজের মেয়ে নাতনির ওপরে এসিড ছুড়ে মারলো নিজেরই মা বাবা সঙ্গে বাদ গেল না নিজেদের নাতনও। আশঙ্কাজনক অবস্থায় পূর্ব মা মেয়ে তমলুকের জেলা হাসপাতালে ভর্তি । পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার চকশ্রীকৃষ্ণপুর এলাকার ঘটনা। জানা গেছে পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সামন্তের স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে তমলুক থানার কুলবেড়িয়া এলাকায় শশুর বাড়ির কিছুটা দূরে অন্য লোকের বাড়িতে ভাড়ায় থাকতেন। বিশ্বজিৎ বাবুর নিমতৌড়ি এলাকায় একটি চায়ের দোকান রয়েছে।