রানাঘাট আদালতের বার আস্যোসিয়েশনের এক আইনজীবীর বাড়িতে গিয়ে মেরে ফেলার হমকি।ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া বিনপাড়ায়। পুত্রের খবর,গত বুধবার রাতে দুই অসাধু ব্যাক্তি মোটর বাইক করে ওই আইনজীবী বাড়িতে চড়াও হয়। আইনজীবী বিশ্বজিৎ দাস বাড়িতে না থাকায় তার স্ত্রীকে প্রাননাশের হমকি দেয় বলে অভিযোগ।
বিশ্বজিত দাস নামে ওই আইনজীবী সেই সময় বাড়িতে ছিলেন না। আইনজীবী বাড়িতে এসে স্ত্রীর মুখ থেকে প্রাণনাশের কথা শোনার পর আতংকে ভিত সন্ত্রস্ত হয়ে পড়েন আইনজীবী সহ তার পরিবারের অন্যান্য সদস্য।এরপর আজ রানাঘাট বার আস্যোসিয়েশনের সকল সদস্যেরা রানাঘাট থানায় একটি লিখিত অভিযোগ জানায়। অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনার তদন্ত করার আশ্বাস দেওয়া হয় রানাঘাট থানা পক্ষ থেকে।
আরও পড়ুন – নিজের মেয়ে নাতনির ওপরে এসিড ছুড়ে মারলো নিজেরই মা বাবা সঙ্গে বাদ গেল না নিজেদের নাতনও
উল্লেখ্য, রানাঘাট আদালতের বার আস্যোসিয়েশনের এক আইনজীবীর বাড়িতে গিয়ে মেরে ফেলার হমকি।ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া বিনপাড়ায়। পুত্রের খবর,গত বুধবার রাতে দুই অসাধু ব্যাক্তি মোটর বাইক করে ওই আইনজীবী বাড়িতে চড়াও হয়। আইনজীবী বিশ্বজিৎ দাস বাড়িতে না থাকায় তার স্ত্রীকে প্রাননাশের হমকি দেয় বলে অভিযোগ।
বিশ্বজিত দাস নামে ওই আইনজীবী সেই সময় বাড়িতে ছিলেন না। আইনজীবী বাড়িতে এসে স্ত্রীর মুখ থেকে প্রাণনাশের কথা শোনার পর আতংকে ভিত সন্ত্রস্ত হয়ে পড়েন আইনজীবী সহ তার পরিবারের অন্যান্য সদস্য।এরপর আজ রানাঘাট বার আস্যোসিয়েশনের সকল সদস্যেরা রানাঘাট থানায় একটি লিখিত অভিযোগ জানায়। অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনার তদন্ত করার আশ্বাস দেওয়া হয় রানাঘাট থানা পক্ষ থেকে।