কর্তব্যরত মহিলা পুলিশ কনস্টেবল এর ওপরে ধারালো অস্ত্রের কোপ

কর্তব্যরত মহিলা পুলিশ কনস্টেবল এর ওপরে ধারালো অস্ত্রের কোপ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কর্তব্যরত মহিলা পুলিশ কনস্টেবল এর ওপরে ধারালো অস্ত্রের কোপ । ঘটনাটি ঘটেছে বারাসাত থানার টেলিফোন এক্সচেঞ্জ মোড়ে যশোর রোডের উপর। রাস্তা পারাপার করার সময় এক মহিলা সাইকেল নিয়ে যাচ্ছিলেন সেইসময় চারচাকা একটি গাড়ির সঙ্গে তার ধাক্কা লাগছিল তাতে ওই চারচাকা গাড়ির ভেতরে বসে থাকা লোক কে সাইকেল-আরোহী মহিলা চড় মারে। গোটা ঘটনা পাশেই ছিলেন এই কর্তব্যরত পুলিশ কনস্টেবল অষ্টমী মন্ডল ।

 

তিনি বচসা মেটানোর চেষ্টা করলে তখন তাকে বেধড়ক ভাবে মারধর করা হয় ঘটনাস্থলে বারাসাত থানার পুলিশ পৌঁছায় এরপর সাইকেল আরহি ওই মহিলাকে পুলিশ গাড়িতে তুলতে গেলে তিনি সিভিক পুলিশকে লক্ষ্য করে পাশের দোকান থেকে নিয়ে ধারালো বটি দিয়ে কোপ মারার চেষ্টা করেন ।সেই সময় কর্তব্যরত অষ্টমী মন্ডল তিনি আবার বাধা দিতে যান তারপর ওই ধারালো অস্ত্রের তার মাথায় লাগে।

 

বারাসাত হাসপাতালের নিয়ে গিয়ে তার প্রাথমিক চিকিৎসা করানো হয় । পরবর্তীতে বিশাল পুলিশবাহিনী গিয়ে ওই মহিলাকে আটক করে। যদি ওই মহিলার দাবি তিনি কোনো অন্যায় করেননি তার সাইকেল এর উপরে চারচাকা উঠে গিয়েছিলো অথচ তাকেই দোষারোপ করা হচ্ছিল সেইজন্য তিনি উত্তেজিত হয়ে ছিলেন তবে তিনি নির্দোষ।

আরও পড়ুন – নিজের মেয়ে নাতনির ওপরে এসিড ছুড়ে মারলো নিজেরই মা বাবা সঙ্গে বাদ গেল না নিজেদের নাতনও

উল্লেখ্য, কর্তব্যরত মহিলা পুলিশ কনস্টেবল এর ওপরে ধারালো অস্ত্রের কোপ ।ঘটনাটি ঘটেছে বারাসাত থানার টেলিফোন এক্সচেঞ্জ মোড়ে যশোর রোডের উপর। রাস্তা পারাপার করার সময় এক মহিলা সাইকেল নিয়ে যাচ্ছিলেন সেইসময় চারচাকা একটি গাড়ির সঙ্গে তার ধাক্কা লাগছিল তাতে ওই চারচাকা গাড়ির ভেতরে বসে থাকা লোক কে সাইকেল-আরোহী মহিলা চড় মারে। গোটা ঘটনা পাশেই ছিলেন এই কর্তব্যরত পুলিশ কনস্টেবল অষ্টমী মন্ডল ।

 

তিনি বচসা মেটানোর চেষ্টা করলে তখন তাকে বেধড়ক ভাবে মারধর করা হয় ঘটনাস্থলে বারাসাত থানার পুলিশ পৌঁছায় এরপর সাইকেল আরহি ওই মহিলাকে পুলিশ গাড়িতে তুলতে গেলে তিনি সিভিক পুলিশকে লক্ষ্য করে পাশের দোকান থেকে নিয়ে ধারালো বটি দিয়ে কোপ মারার চেষ্টা করেন ।সেই সময় কর্তব্যরত অষ্টমী মন্ডল তিনি আবার বাধা দিতে যান তারপর ওই ধারালো অস্ত্রের তার মাথায় লাগে। বারাসাত হাসপাতালের নিয়ে গিয়ে তার প্রাথমিক চিকিৎসা করানো হয় । পরবর্তীতে বিশাল পুলিশবাহিনী গিয়ে ওই মহিলাকে আটক করে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top