বেপরোয়া গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ ট্রাফিক পুলিশের। এবার ১১৬ বি জাতীয় সড়কে পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার লোকালবোর্ডে ট্রাফিক পুলিশের তরফে দ্রুতগতি সম্পন্ন গাড়িগুলোকে ধরপাকড় করা হয় ট্রাফিক পুলিশের তরফে। দিনভর চলে এই অভিযান। পাশাপাশি বেশকিছু গাড়িকে আইনমাফিক কেস দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের তরফে। প্রসঙ্গত, ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা থানার দুরমুঠ, গয়াগিরি, দইসাই এলাকায় নিত্যনৈমিত্তিক ছোট-বড় দুর্ঘটনা ঘটছে আকছার। পথ দুর্ঘটনায় বেপরোয়া গাড়ির গতির বলি হয়েছে অনেকেই।
পাশাপাশি ১১৬ বি জাতীয় সড়কের উপরে মারিশদা থানা এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কনভয়ও দুর্ঘটনার কবলে পড়েছিল বেশ কয়েকবার। তাই দুর্ঘটনা রুখতে এদিন ট্রাফিক পুলিশের তরফে দিনভর চলে ধরপাকড় ও আইনি পদক্ষেপ গ্রহণ। নেতৃত্বে ছিলেন কাঁথির ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব কুমার মণ্ডল, কাঁথি ট্রাফিক ওসি সঞ্জয় রানা প্রমুখ।
আরও পড়ুন – নিজের মেয়ে নাতনির ওপরে এসিড ছুড়ে মারলো নিজেরই মা বাবা সঙ্গে বাদ গেল না নিজেদের নাতনও
উল্লেখ্য, এবার ১১৬ বি জাতীয় সড়কে পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার লোকালবোর্ডে ট্রাফিক পুলিশের তরফে দ্রুতগতি সম্পন্ন গাড়িগুলোকে ধরপাকড় করা হয় ট্রাফিক পুলিশের তরফে। দিনভর চলে এই অভিযান। পাশাপাশি বেশকিছু গাড়িকে আইনমাফিক কেস দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের তরফে। প্রসঙ্গত, ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা থানার দুরমুঠ, গয়াগিরি, দইসাই এলাকায় নিত্যনৈমিত্তিক ছোট-বড় দুর্ঘটনা ঘটছে আকছার। পথ দুর্ঘটনায় বেপরোয়া গাড়ির গতির বলি হয়েছে অনেকেই।
পাশাপাশি ১১৬ বি জাতীয় সড়কের উপরে মারিশদা থানা এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কনভয়ও দুর্ঘটনার কবলে পড়েছিল বেশ কয়েকবার। তাই দুর্ঘটনা রুখতে এদিন ট্রাফিক পুলিশের তরফে দিনভর চলে ধরপাকড় ও আইনি পদক্ষেপ গ্রহণ। নেতৃত্বে ছিলেন কাঁথির ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব কুমার মণ্ডল, কাঁথি ট্রাফিক ওসি সঞ্জয় রানা প্রমুখ।