তৃনমূলের কৃষক সমাবেশ ফালাকাটায়,সারের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ পুর্নেন্দু বসুর। আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শনিবার ফালাকাটার পাচ মাইলে তৃনমূলের কৃষক সমাবেশ আয়োজিত হল।তৃনমূলের কিষান ও ক্ষেত মজদুর সংগঠনের উদ্যোগে আয়োজিত ওই সমাবেশের প্রধান বক্তা ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পূর্নেন্দু বসু।ইউরিয়া সহ বিভিন্ন সারের দাম বেড়েছে।
সারের কালোবাজারী হচ্ছে৷ এনিয়ে কেন্দ্রের সরকারের কোন মাথা ব্যাথা নেই৷ এতে ক্ষতি হচ্ছে চাষীদের।তাই এবার কৃষকদের মাঠে নামতে হবে৷ সমাবেশে এভাবেই কেন্দ্রীয় সরকারের বিরূদ্ধে তোপ দাগেন পূর্নেন্দু বাবু৷ চাষীরা অনেকেই ধানের সহায়ক মূল্য পাচ্ছেননা।
রাজ্যের কিষান মান্ডি গুলিতে ফড়েদের দৌরাত্ম বাড়ছে৷ এমন অভিযোগ সামনে আসায় এবার ফড়েদের বিরূদ্ধেও কড়া বার্তা দিলেন পূর্নেন্দু বসু৷ এদিনের সভায় হাজার পাচেক মানুষের সমাগম হয়। তৃনমূলের জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক, জেলা চেয়ারম্যান মৃদুল গোস্বামী, তৃনমূল কিষান ও ক্ষেত মজদুর সংগঠনের জেলা ও ব্লক সভাপতি প্রসেনজিৎ রায়, সুনিল রায়,তৃনমূলের ব্লক ও টাউন ব্লক সভাপতি সুভাষ রায় ও শুভব্রত দে সহ অন্যন্যরা এদিন কৃষক সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন – ডেবরায় ‘ডাইনি’ অপবাদে এক বৃদ্ধকে ঘরছাড়া করার নিদান দিল গ্রামের মাতব্বররা!
উল্লেখ্য, আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শনিবার ফালাকাটার পাচ মাইলে তৃনমূলের কৃষক সমাবেশ আয়োজিত হল।তৃনমূলের কিষান ও ক্ষেত মজদুর সংগঠনের উদ্যোগে আয়োজিত ওই সমাবেশের প্রধান বক্তা ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পূর্নেন্দু বসু।ইউরিয়া সহ বিভিন্ন সারের দাম বেড়েছে। সারের কালোবাজারী হচ্ছে৷ এনিয়ে কেন্দ্রের সরকারের কোন মাথা ব্যাথা নেই৷ এতে ক্ষতি হচ্ছে চাষীদের।তাই এবার কৃষকদের মাঠে নামতে হবে৷ সমাবেশে এভাবেই কেন্দ্রীয় সরকারের বিরূদ্ধে তোপ দাগেন পূর্নেন্দু বাবু৷ চাষীরা অনেকেই ধানের সহায়ক মূল্য পাচ্ছেননা।
রাজ্যের কিষান মান্ডি গুলিতে ফড়েদের দৌরাত্ম বাড়ছে৷ এমন অভিযোগ সামনে আসায় এবার ফড়েদের বিরূদ্ধেও কড়া বার্তা দিলেন পূর্নেন্দু বসু৷ এদিনের সভায় হাজার পাচেক মানুষের সমাগম হয়।তৃনমূলের জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক, জেলা চেয়ারম্যান মৃদুল গোস্বামী, তৃনমূল কিষান ও ক্ষেত মজদুর সংগঠনের জেলা ও ব্লক সভাপতি প্রসেনজিৎ রায়, সুনিল রায়,তৃনমূলের ব্লক ও টাউন ব্লক সভাপতি সুভাষ রায় ও শুভব্রত দে সহ অন্যন্যরা এদিন কৃষক সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন।