বালি মাফিয়া দের পাকড়াও করতে জলপাইগুড়ি সদর বি এল আর ওর , অভিযান। বালি মাফিয়াদের পাকড়াও করতে নতুন পন্থা বেছে নিলেন বিএলআরও। বালি মাফিয়ারা যেন গাড়ি চিনতে না পারে সে কারনে অন্য গাড়ি নিয়ে নদী বেডে হানা জলপাইগুড়ির সদর বিএলআরও। বেআইনি ভাবে নদী থেকে নাম্বার প্লেট হীন ট্রাক্টর দিয়ে বালি তোলা হচ্ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি সদর বিএলআরও তুহিন বিশ্বাসের নেতৃত্বে একটি টিম শনিবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের কোনপাকরি সরকার পাড়া সহ তরলপাড়া সোভাবাড়ি এলাকায় যমুনা নদীতে অভিযান চালায়। দেদারে চলছিল বেআইনিভাবে বালি তোলার কাজ। সাতসকালেই পৌঁছে সদর বিএলআরও এবং কর্মীরা রুখে দিলো বেআইনি বালি তোলা। বাজেয়াপ্ত নাম্বার বিহীন ট্রাক্টর। পলাতক চালক। এ ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানান বিএলআরও তুহিন বিশ্বাস।
আরও পড়ুন – ডেবরায় ‘ডাইনি’ অপবাদে এক বৃদ্ধকে ঘরছাড়া করার নিদান দিল গ্রামের মাতব্বররা!
উল্লেখ্য, বালি মাফিয়াদের পাকড়াও করতে নতুন পন্থা বেছে নিলেন বিএলআরও। বালি মাফিয়ারা যেন গাড়ি চিনতে না পারে সে কারনে অন্য গাড়ি নিয়ে নদী বেডে হানা জলপাইগুড়ির সদর বিএলআরও। বেআইনি ভাবে নদী থেকে নাম্বার প্লেট হীন ট্রাক্টর দিয়ে বালি তোলা হচ্ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি সদর বিএলআরও তুহিন বিশ্বাসের নেতৃত্বে একটি টিম শনিবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের কোনপাকরি সরকার পাড়া সহ তরলপাড়া সোভাবাড়ি এলাকায় যমুনা নদীতে অভিযান চালায়। দেদারে চলছিল বেআইনিভাবে বালি তোলার কাজ। সাতসকালেই পৌঁছে সদর বিএলআরও এবং কর্মীরা রুখে দিলো বেআইনি বালি তোলা। বাজেয়াপ্ত নাম্বার বিহীন ট্রাক্টর। পলাতক চালক। এ ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানান বিএলআরও তুহিন বিশ্বাস। বালি মাফিয়া দের