বানর ছানা উদ্ধার ঝাঁঝাঙ্গিতে। গোপন সূত্রে খবর পেয়ে ভিন রাজ্যের গাড়ি থেকে উদ্ধার হল একটি বানার ছানা। শনিবার ময়নাগুড়ি ব্লকের ঝাঁঝাঙ্গি এলাকা থেকে বানর ছানা উদ্ধার করল বন দফতর। জানা গেছে, ভিন রাজ্যের নাম্বার প্লেট বিশিষ্ট একটি গাড়ি আসামের তিনশুকিয়া থেকে পাঞ্জাবের দিকে যাচ্ছিল।
সে সময় গোপন সূত্রে খবর পেয়ে পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা গাড়িটিকে দেখেন ময়নাগুড়ি ধূপগুড়ি ৩১ নং জাতীয় সরকার ঝাঁঝাঙ্গি এলাকায়। পরিবেশ প্রেমী সংগঠনের পক্ষ থেকে খবর দেওয়া হয় রামসাই মোবাইল স্কোয়ার্ডকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রামসাই মোবাইল স্কোয়াডের রেঞ্জার সুকদেব রায় এবং বনকর্মীরা।
তারা এসে বানর ছানাটিকে উদ্ধার করেন। গাড়ির চালক ও খালাসীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয় বন দফতরের পক্ষ থেকে। এই বিষয়ে ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের কোষাধ্যক্ষ অমল রায় বলেন,”আমরা খবর পাই যে ভিন রাজ্যের একটি গাড়িতে বানর নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িটিকে দেখতে পেয়ে আমরা খবর দেই রামসাই মোবাইল স্কোয়ার্ড কে। পরে রেঞ্জার সুকদেব রায় সহ বন কর্মীরা এসে বানর ছানাটিকে উদ্ধার করেন।
আরও পড়ুন – ডেবরায় ‘ডাইনি’ অপবাদে এক বৃদ্ধকে ঘরছাড়া করার নিদান দিল গ্রামের মাতব্বররা!
আসলে বন্য প্রাণী সংরক্ষণ আইন ১৯৭২ অনুযায়ী কোন বন্য প্রাণীকে আটক করে পালন করা আইনত অপরাধ। তাই আমরা মানুষকে সচেতন করি যে কেউ এই আইন নিজের হাতে যাতে না নেয়।” এই বিষয়ে রামসাই মোবাইল স্কোয়াডের সুকদেব রায় বলেন,”আমরা খবর পেয়ে একটি ভিন রাজ্যের গাড়ি থেকে বানর ছানা উদ্ধার করলাম। চালক ও খালাসীর কাছ থেকে একটি মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হল। বানরটিকে প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।”