পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় মুল অভিযুক্ত সঞ্জীব ওরফে বাপি পন্ডিতের জামিনের খবর চাউর হতেই শনিবার রাতে তুলকালাম কান্ড ঘটল আগরপাড়ার তেঁতুলতলা মোড়ে। এদিন এলাকায় জামিনের খবর আসতেই ক্ষোভে ফেটে পড়েন অনুপম অনুগামীরা। এরপরই তাঁরা একত্রিত হয়ে বিটি রোডের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন।
খবর পেয়ে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা বেধে যায়। পুলিশকে ঘিরে ধরে অনুপম অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভ-অবরোধ চলাকালীন অনুগামীদের তরফে সিবিআই তদন্তের দাবিও তোলা হয়। তাদের দাবি,পুলিশের গাফিলতিতেই খুনের ঘটনায় মুল অভিযুক্ত অমিত পন্ডিত জামিন ছাড়া পেয়েছে।
প্রসঙ্গত চলতি বছরের ১৩ ই মার্চ ভর সন্ধ্যায় প্রকাশ্যে দুষ্কৃতীরা পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ৮ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় তৃনমূল কাউন্সিলর অনুপম দত্তকে খুন করেছিল। সেই খুনের ঘটনার তদন্তে নেমে ওইদিন রাতেই পুলিশ অমিত পন্ডিতকে গ্রেফতার করেছিল। অমিতকে জিঞ্জাসাবাদ করে পুলিশ মুল অভিযুক্ত সঞ্জীব ওরফে বাপি পন্ডিতকে গ্রেফতার করেছিল। শনিবার কোলকাতা হাইকোর্ট থেকে মুল অভিযুক্ত বাপি পন্ডিত জামিনে মুক্তি পায়। এই ঘটনায় পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে ওইদিন রাতেই বিটি রোডর ওপর টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ-অবরোধে সামিল হন নিহত কাউন্সিলর অনুপম দত্তের অনুগামীরা। পুলিশ বিক্ষোভকারীদের বারবার বোঝানোর চেষ্টা করে যে হাইকোর্ট অভিযুক্তকে জামিন দিয়েছেন।
এতে তাদের কিছু করার নেই। কিন্তু পুলিশের কোন কথাই শুনতে নারাজ থাকেন বিক্ষোভকারীরা। অবশেষে ওইদিন রাত ১১ টা নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে বাপি পন্ডিতের জামিনের খবর পেয়ে প্রায়াত অনুপমের স্ত্রী মিনাক্ষী দত্ত দুই সন্তানকে নিয়ে বাড়িতেই আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয় লোকজন তৎপরতায় তাকে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুত্রের খবর মিনাক্ষী দেবী এই মুহূর্তে স্থিতিশীল। প্রসঙ্গত অনুপম খুনের পর ওই ওয়ার্ড থেকে উপনির্বাচনে জয়ী হয়ে কাউন্সিলর হন মিনাক্ষীদেবী।
এপ্রসঙ্গে প্রয়াত অনুপমের দাদা নিরুপম দত্ত ক্ষোভের সঙ্গে বলেন, মাত্র ছয়মাস আগে বাপি পন্ডিত, অমিত পন্ডিত ও প্রসেনজিৎ পন্ডিত ষড়যন্ত্র করে আমার ভাইকে খুন করেছিল। পুলিশ তার সিসিটিভি ফুটেজে সহ সমস্ত তথ্য পেয়েছে। প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছিল,অভিযুক্ত বাপির বিরুদ্ধে এমন ভাবে কেস সাজানো হয়েছে,যে ও কোন ভাবেই ছাড়া পাবে না। তার প্রশ্ন, আমরা প্রথম থেকেই প্রশাসনের ওপর আস্থা রেখেছিলাম। এত ভরসা রাখা সত্ত্বেও বাপি পন্ডিত কি করে ছাড়া পেল ? এই ব্যাপারে পুলিশের ভুমিকা আমাদের আশ্চর্যজনক লাগছে। নিরুপম বাবুর আরও দাবি,অবিলম্বে উচ্চ নেতৃত্ব ও প্রশাসনের ওপর মহল বিষয়টিতে হস্তক্ষেপ করুক।
আরও পড়ুন – নন্দীগ্রামে দলীয় কর্মীদের সাথে প্রধানমন্ত্রী মন্কিবাদ শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু!
এবিষয়ে এলাকার বিধায়ক তথা বিধানসভার মুখ্যসচেতক নির্মল ঘোষ বলেন,হাইকোর্টের রায় নিয়ে আমি কোন মন্তব্য করব না। তবে মুল অভিযুক্ত জামিন পাওয়ায় ওদের ক্ষোভ প্রকাশ করাটাই স্বাভাবিক। বিষয়টি খুবই দুঃখজনক। অবিলম্বে বিচার পক্রিয়া আবার শুরু করা হোক। এদিকে অভিযুক্ত বাপি পন্ডিতের জামিনে ক্ষোভে ফুঁসছে অনুপম দত্তের পরিবার সহ তাঁর অনুগামীরা। অপরদিকে সুত্র মারফত জানা গেছে, তৃনমূল কাউন্সিলর অনুপম খুনের ঘটনায় প্রধান অভিযুক্তের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দারস্থ হতে চলেছে ব্যারাকপুর কমিশনারেট। পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের