বিপুল পরিমান গাঁজা সহ গ্রেফতার ৩। দীর্ঘ্য দিন ধরে গাঁজা সহ বিভিন্ন মাদক উন্মুক্ত চোরাপথ বনগাঁ সীমান্ত।দীর্ঘ্য দিন ধরে এই পাচারে বিভিন্না রাস্তার থানার সমান্য থেকে গেলেও পুলিশ প্রশাসন এতো দিন নিরব ছিলেন।বৃহস্পতিবার রাতেই সকল পুলিশ প্রশসনের ঘুম ভাঙিয়ে দিলেন গোপালনগর থানার আধিকারিক চিন্তামণি নস্কর।
উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার আধিকারিক চিন্তামণি নস্করে কাছে গোপন সূত্রের খবর আসে।এরপর পুলিশের একটি দল নিয়ে মুড়িঘাটা ব্রিজ এলাকায় নাকা চেকিং করে তল্লাশি করতে থাকে। একটি সন্দেহ ভজন বোলেরো ভ্যান গাড়িকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। ওই গাড়িতে তল্লাশি করতেই উদ্ধার ৬টি সাদা বস্তা প্রতেক বস্তার মুখ বন্ধ অবস্থায় পাওয়া যায়।
বস্তার মুখ খুলতেই তার থেকেই ১৯৩ কিলো ৬০০ গ্রাম গাঁজা যার বাজার মূল আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা উদ্ধার করে গোপালনগর থানার পুলিশ।গাড়িটি আটক করে এবং ৩ জন পাচারকারীকে গ্রেপ্তার কের পুলিশ।উদ্ধার হওয়া ১৯৩ কিলো ৬০০ গ্রাম গাঁজা যার বাজার মূল আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ।৩ জন গাঁজা পাচারকারীর নাম জসিম মিনা, মুস্তাকিন মণ্ডল আক্তারুল মণ্ডল । ধৃতদের বৃহস্পতিবার বারাসাত আদালতে ৭ দিনের পুলিশি হেফাজত চেয়ে আদাকতে পেশ করে গোপালনগর থানার পুলিশ ।
আরও পড়ুন – সিপি(আই)এম র মিছিলে মানুষের ঢল
উল্লেখ্য, দীর্ঘ্য দিন ধরে গাঁজা সহ বিভিন্ন মাদক উন্মুক্ত চোরাপথ বনগাঁ সীমান্ত।দীর্ঘ্য দিন ধরে এই পাচারে বিভিন্না রাস্তার থানার সমান্য থেকে গেলেও পুলিশ প্রশাসন এতো দিন নিরব ছিলেন।বৃহস্পতিবার রাতেই সকল পুলিশ প্রশসনের ঘুম ভাঙিয়ে দিলেন গোপালনগর থানার আধিকারিক চিন্তামণি নস্কর।
উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার আধিকারিক চিন্তামণি নস্করে কাছে গোপন সূত্রের খবর আসে।এরপর পুলিশের একটি দল নিয়ে মুড়িঘাটা ব্রিজ এলাকায় নাকা চেকিং করে তল্লাশি করতে থাকে। একটি সন্দেহ ভজন বোলেরো ভ্যান গাড়িকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। ওই গাড়িতে তল্লাশি করতেই উদ্ধার ৬টি সাদা বস্তা প্রতেক বস্তার মুখ বন্ধ অবস্থায় পাওয়া যায়।
বস্তার মুখ খুলতেই তার থেকেই ১৯৩ কিলো ৬০০ গ্রাম গাঁজা যার বাজার মূল আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা উদ্ধার করে গোপালনগর থানার পুলিশ।গাড়িটি আটক করে এবং ৩ জন পাচারকারীকে গ্রেপ্তার কের পুলিশ।উদ্ধার হওয়া ১৯৩ কিলো ৬০০ গ্রাম গাঁজা যার বাজার মূল আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ।৩ জন গাঁজা পাচারকারীর নাম জসিম মিনা, মুস্তাকিন মণ্ডল আক্তারুল মণ্ডল । ধৃতদের বৃহস্পতিবার বারাসাত আদালতে ৭ দিনের পুলিশি হেফাজত চেয়ে আদাকতে পেশ করে গোপালনগর থানার পুলিশ ।



















