বন্যা দুর্গতদের মধ্যে এান সামগ্রী বিতরন বিধায়িকার। গঙ্গার ব্যাপক জলস্তর বেড়ে যাওয়ায় বানভাসি হয়েছে মানিকচকের অসংরক্ষিত অঞ্চলের গদাই চর।এখানে প্রায় কয়েক হাজার মানুষের বসবাস।ভাহবাসি অবস্থায় রাত কাটাচ্ছেন।বন্যাদুর্গতরা অনেকেই বাঁশের মাচায় এবং বাঁধের উপর আশ্রয় দিয়েছেন।শিশু,খাদ্য,ছাগল সঙ্গেই মাচায় থাকতে হচ্ছে।প্রায় সাত দিন আগেই বানভাসি হয়েছে এ এলাকা।গত কয়েক দিন আগে এান সামগ্রীর দাবিতে মানিকচক বিডিও-র দ্বারস্থ হয়েছিলেন প্রায় কয়েকশো চদাই চরের বাসিন্দারা।
শনিবার,বিকাল নাগাদ মানিকচক বিধানসভার বিধায়ক সাবিএী মিএ বন্যাদুর্গত এলাকায় পৌঁছে এান সামগ্রী যেমন এিপল এবং শুকনো খাবার দেওয়া হয়।মানিকচক বিধানসভার বিধায়ক সাবিএী মিএ ছাড়াও উপস্থিত ছিলেন মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতি সভাপতি কবিতা মন্ডল,ভুতনী থানার ওসি কুণাল কান্তি দাস সহ প্রশাসনিক আধিকারিকেরা।এবিষয়ে গদাই চরের বাসিন্দা ভোলা মাহাতো জানান,কয়েক আগেই গদাই চর এলাকা গঙ্গার জলে প্লাবিত হয়েছে।আজ বিধায়িকা এসে এান সামগ্রী দিলেন।তবে এলাকায় পানীয় জলের সমস্যা আছে।বন্যার জলে কলগুলো ডুবে গিয়েছে।
আরও পড়ুন – বাংলার দূর্গা পূজোর ইউনেস্কোর স্বীকৃতিকে সন্মান জানিয়ে শোভাযাত্রা শহর জলপাইগুড়িতে
উল্লেখ্য, গঙ্গার ব্যাপক জলস্তর বেড়ে যাওয়ায় বানভাসি হয়েছে মানিকচকের অসংরক্ষিত অঞ্চলের গদাই চর।এখানে প্রায় কয়েক হাজার মানুষের বসবাস।ভাহবাসি অবস্থায় রাত কাটাচ্ছেন।বন্যাদুর্গতরা অনেকেই বাঁশের মাচায় এবং বাঁধের উপর আশ্রয় দিয়েছেন। শিশু,খাদ্য,ছাগল সঙ্গেই মাচায় থাকতে হচ্ছে।প্রায় সাত দিন আগেই বানভাসি হয়েছে এ এলাকা।গত কয়েক দিন আগে এান সামগ্রীর দাবিতে মানিকচক বিডিও-র দ্বারস্থ হয়েছিলেন প্রায় কয়েকশো চদাই চরের বাসিন্দারা।শনিবার,বিকাল নাগাদ মানিকচক বিধানসভার বিধায়ক সাবিএী মিএ বন্যাদুর্গত এলাকায় পৌঁছে এান সামগ্রী যেমন এিপল এবং শুকনো খাবার দেওয়া হয়। বন্যা দুর্গতদের